বৃহস্পতিবার ২০শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   বৃহস্পতিবার ২০শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

২৩ বছর পর দেশে ফিরে অ্যাকাউন্টে টাকা না পেয়ে স্ত্রী-সন্তানের বিরুদ্ধে প্রবাসীর মামলা
২৩ বছর পর দেশে ফিরে অ্যাকাউন্টে টাকা না পেয়ে স্ত্রী-সন্তানের বিরুদ্ধে প্রবাসীর মামলা
প্রকাশ: ৩০ জানুয়ারি, ২০২৫, ৯:৫৬ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

২৩ বছর পর দেশে ফিরে অ্যাকাউন্টে টাকা না পেয়ে স্ত্রী-সন্তানের বিরুদ্ধে প্রবাসীর মামলা
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক ::: দীর্ঘ ২৩ বছর প্রবাস জীবন কাটিয়ে দেশে ফিরে দেখেন তার অ্যাকাউন্টে কোনো অর্থ নেই। খোঁজ নিয়ে দেখেন, স্ত্রী-সন্তান আর ব্যাংকের পাঁচ কর্মকর্তার যোগসাজশে ১১ লাখ ১০ হাজার টাকা আত্মসাৎ করা হয়েছে।

এ ঘটনায় বরিশাল অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে স্ত্রী-সন্তান আর রূপালী ব্যাংকের পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন সৌদি প্রবাসী সেলিম খান। তার বাড়ি বরিশাল সদর উপজেলার আস্তাকাঠী।

আসামিরা হলেন- প্রবাসীর স্ত্রী নাসরিন আক্তার, ছেলে নাজমুল খান, মেয়ে জামাই আমান উল্লাহ, রূপালী ব্যাংকের সদর রোড শাখার ম্যানেজার, সাগরদী বাজার শাখার ম্যানেজার ও ক্যাশ অফিসার এবং নথুল্লাবাদ শাখার ম্যানেজার ও ক্যাশ অফিসার।

আদালতের বিচারক মো. হাবিবুর রহমান চৌধুরী মামলাটি তদন্তের জন্য পুলিশের ক্রাইম ইনভিষ্টেগেশন বিভাগকে (সিআইডি) আদেশ দিয়েছেন বলে আদালতের বেঞ্চ সহকারি মিজানুর রহমান নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, সেলিম খান দীর্ঘ ২৩ বছর সৌদি আরবে প্রবাস জীবন কাটিয়েছেন। গত বছরের ২ ডিসেম্বর বাংলাদেশে আসেন। রূপালী ব্যাংকে গিয়ে দেখেন তার অ্যাকাউন্টে টাকা নেই। খোঁজ নিয়ে জানতে পারেন, আসামিরা পরস্পরের যোগসাজশে সেলিম খানের স্বাক্ষর জাল করে। পাশাপাশি চলতি বছরের জানুয়ারিতে তিনটি চেক দিয়ে ১১ লাখ ১০ হাজার টাকা উত্তোলনের মাধ্যমে আত্মসাৎ করেছেন। বিষয়টি জানতে গত ১৩ জানুয়ারি রূপালী ব্যাংকের সাগরদি ও নথুল্লাবাদ শাখায় গেলে তারা নানাভাবে হুমকি দেয়।এমনকি ব্যাংকের নিয়মবহির্ভূতভাবে স্ত্রী সন্তান ও জামাইকে টাকা দেওয়ার কারণ জিজ্ঞাসা করলে তারা খারাপ আচরণ করে সেলিম খানকে তাড়িয়ে দেয়। পরে সেলিম খান টাকা ফেরত পাওয়ার জন্য গত ১৩ জানুয়ারি বাংলাদেশ ব্যাংক বরিশাল শাখার নির্বাহী পরিচালক বরাবর লিখিত অভিযোগ দেন। এ ঘটনায় থানা কর্তৃপক্ষ মামলা গ্রহণ না করায় গত ২৬ জানুয়ারি আদালতে মামলাটি দায়ের করেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

আমাদের ফেসবুক পেজ

সর্বাধিক পঠিত

প্রকাশক ও সম্পাদক : মোঃ ফেরদৌস ভূঁইয়া
মোবাইল : 01727493407
নির্বাহী সম্পাদক : আব্দুল হালিম জমাদ্দার
বার্তা সম্পাদক : মোঃ হাছান মাহামুদ
যুগ্ম সম্পাদক : মো:ইসমাইল খান 01711570608
সহ-যুগ্ম সম্পাদক : মো:খালিদ মাহমুদ 01722899624

ই-মেইল: dokhinersangbad@gmail.com
অফিস :নাসির সুপার মার্কেট পোর্ট রোড কেরামতিয়া মসজিদের বিপরীতে।

Design & Developed by
  সরবরাহ বাড়ায় বরিশালে দাম কমছে সবজির বাজারে। দখিনের সংবাদ   আজ মহান বিজয় দিবস, বিজয় নিশান ওড়ে বাংলার ঘরে ঘরে। দখিনের সংবাদ   উন্নয়নবিরোধীরা অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী। দখিনের সংবাদ   বরিশালে ঝেঁকে বসছে শীত, গরম কাপড়ের দোকানে ভিড় । দখিনের সংবাদ