বুধবার ১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বরিশালের ক্রিকেটপ্রেমী সমর্থকদের উদ্দেশে যা বললেন তামিম
বরিশালের ক্রিকেটপ্রেমী সমর্থকদের উদ্দেশে যা বললেন তামিম
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:৩৮ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশালের ক্রিকেটপ্রেমী সমর্থকদের উদ্দেশে যা বললেন তামিম
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেস্ক ::: বরিশালের বেলসপার্কে বিপিএল ট্রফি নিয়ে হাজির হয়েছিলেন ফরচুন বরিশালের ক্রিকেটাররা। তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও তাওহিদ হৃদয়সহ দলের অন্যান্য খেলোয়াড়দের দেখতে দুপুর থেকেই ক্রিকেটপ্রেমী সমর্থকরা ভিড় জমাতে শুরু করেন।

রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে ট্রফি হাতে তারা মাঠে প্রবেশ করলে উচ্ছ্বাসে ফেটে পড়ে উপস্থিত জনতা।

তবে মাত্র তিন-চার মিনিট পরই মাঠ ছাড়েন তামিমরা, যা হতাশ করে সমর্থকদের। তাদের প্রত্যাশা ছিল, ক্রিকেটাররা আরও কিছুক্ষণ থাকবেন, কথা বলবেন ও সময় কাটাবেন। এই অল্প সময়ের উপস্থিতির কারণে ক্ষুব্ধ সমর্থকরা মঞ্চ ভেঙে ক্ষোভ প্রকাশ করেন।

এই বিষয়ে ফরচুন বরিশালের ফেসবুক পেজে একটি ভিডিও বার্তায় বরিশালের অধিনায়ক তামিম ইকবাল বলেন, ‘আমাদের অনেক পরিকল্পনা ছিল, খেলোয়াড়রা কথা বলবে ও সময় কাটাবে। কিন্তু বিপুল জনসমাগমের কারণে নিরাপত্তা দল আমাদের সেখানে দীর্ঘ সময় থাকা নিরাপদ মনে করেনি।’

সমর্থকদের ভালোবাসায় আপ্লুত হলেও বেশি সময় কাটাতে না পারার জন্য দুঃখ প্রকাশ করে তামিম আরও বলেন, ‘এত মানুষের ভিড় জীবনে দেখিনি। আমরা আপ্লুত ও দুঃখিত। তবে এটি শেষ নয়, ভবিষ্যতে আবার দেখা হবে।’




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

আমাদের ফেসবুক পেজ

সর্বাধিক পঠিত

প্রকাশক ও সম্পাদক : মোঃ ফেরদৌস ভূঁইয়া
মোবাইল : 01727493407
নির্বাহী সম্পাদক : আব্দুল হালিম জমাদ্দার
বার্তা সম্পাদক : মোঃ হাছান মাহামুদ
যুগ্ম সম্পাদক : মো:ইসমাইল খান 01711570608
সহ-যুগ্ম সম্পাদক : মো:খালিদ মাহমুদ 01722899624

ই-মেইল: dokhinersangbad@gmail.com
অফিস :নাসির সুপার মার্কেট পোর্ট রোড কেরামতিয়া মসজিদের বিপরীতে।

Design & Developed by
  সরবরাহ বাড়ায় বরিশালে দাম কমছে সবজির বাজারে। দখিনের সংবাদ   আজ মহান বিজয় দিবস, বিজয় নিশান ওড়ে বাংলার ঘরে ঘরে। দখিনের সংবাদ   উন্নয়নবিরোধীরা অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী। দখিনের সংবাদ   বরিশালে ঝেঁকে বসছে শীত, গরম কাপড়ের দোকানে ভিড় । দখিনের সংবাদ