বুধবার ১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

পটুয়াখালীতে চাচার লাঠির আঘাতে ভাতিজা নিহত
পটুয়াখালীতে চাচার লাঠির আঘাতে ভাতিজা নিহত
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, ১:২৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

পটুয়াখালীতে চাচার লাঠির আঘাতে ভাতিজা নিহত
সংবাদটি শেয়ার করুন....

পটুয়াখালী প্রতিনিধি ::: পটুয়াখালীর গলাচিপায় চাচা কুদ্দুস সিকদারের লাঠির আঘাতে ভাতিজা শামীম সিকদার (২৮) নামের এক যুবক মারা গেছেন। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে উপজেলার রদনদী তালতলী ইউনিয়নের গ্রামর্দন গ্রামে এ ঘটনা ঘটে। দুপুরে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আসাদুর রহমান ও সার্কেল এএসপি সৈয়দুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নিহত শামীম গ্রামর্দন গ্রামের ওয়াজেদ সিকদারের ছোট ছেলে। তিনি পেশায় একজন বোরাক চালক।

এলাকাবাসী ও পুলিশ জানায়, গলাচিপার গ্রামর্দন গ্রামের কুদ্দুস সিকদার বিরোধপূর্ণ জমিতে ঘর তুলতে গেলে তার চাচাত ভাই ওয়াজেদ সিকদার বাধা দেয়। এর আগে আদালতের মাধ্যমে ওই জমির ওপর ঘর তুলতে না পারে সে জন্য ১৪৪ ধারা জারি করান ওয়াজেদ সিকদার। কুদ্দুস সিকদার ও তার ছেলে এনায়েত সিকদারসহ বেশ কয়েকজন ১৪৪ ধারা ভঙ্গ করে ওই জমিতে প্রবেশ করে ওয়াজেদ সিকদার ও তার ভাতিজা শামীম সিকদার ও রেজাউল সিকদারকে ঘরের রুয়া দিয়ে এলোপাতারি শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এতে তিনজন আহত হলে তাদের গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য শামীম সিকদার ও ওয়াজেদ সিকদারকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আর রেজাউল সিকদারকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। শামীম সিকদার ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল সাতটার দিকে মারা যান। ওয়াজেদ সিকদারের অবস্থাও আশংকাজনক।

শামীম সিকদারের স্ত্রী আয়শা বেগম জানান, ‘আমার দুই ছেলে জুনায়েত সিকদার (৪) ও দেড় বছরের জুম্মান সিকদারকে নিয়ে কিভাবে থাকব, আমি কি আমার স্বামীর বিচার দেখতে পারবো।’

এ বিষয়ে গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: আশাদুর রহমান বলেন, ‘এখনো ঢাকা থেকে গলাচিপায় লাশ নিয়ে আসা হয়নি। এ ঘটনায় বাদীপক্ষ থানায় আসলেই মামলা নেয়া হবে। তবে জড়িতদের ধরার জন্য অভিযান চলমান।’




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

আমাদের ফেসবুক পেজ

সর্বাধিক পঠিত

প্রকাশক ও সম্পাদক : মোঃ ফেরদৌস ভূঁইয়া
মোবাইল : 01727493407
নির্বাহী সম্পাদক : আব্দুল হালিম জমাদ্দার
বার্তা সম্পাদক : মোঃ হাছান মাহামুদ
যুগ্ম সম্পাদক : মো:ইসমাইল খান 01711570608
সহ-যুগ্ম সম্পাদক : মো:খালিদ মাহমুদ 01722899624

ই-মেইল: dokhinersangbad@gmail.com
অফিস :নাসির সুপার মার্কেট পোর্ট রোড কেরামতিয়া মসজিদের বিপরীতে।

Design & Developed by
  সরবরাহ বাড়ায় বরিশালে দাম কমছে সবজির বাজারে। দখিনের সংবাদ   আজ মহান বিজয় দিবস, বিজয় নিশান ওড়ে বাংলার ঘরে ঘরে। দখিনের সংবাদ   উন্নয়নবিরোধীরা অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী। দখিনের সংবাদ   বরিশালে ঝেঁকে বসছে শীত, গরম কাপড়ের দোকানে ভিড় । দখিনের সংবাদ