|
বিশ্বজয়ী হাফেজ তাকরিম’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা, সত্য নাকি গুজব
বিশ্বজয়ী হাফেজ তাকরিম’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা, সত্য নাকি গুজব
|
|
নিজস্ব প্রতিবেদক::: বিশ্বের ১১১টি দেশের ১৫৩ জন হাফেজকে নিয়ে আয়োজিত বিশ্ব কোরআন তেলওয়াত প্রতিযোগিতায় দুই বার ১ম স্থান এবং একবার ৩য় স্থান অধিকার করা হাফেজ সালেহ আহমদ তাকরিম এর মৃত্যুর খবর নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। ২০২২ সালে ইরানের তেহরানে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন তেলওয়াত প্রতিযোগিতার ৩৮ তম আসরে ১ম স্থান অধিকার করেন বাংলাদেশের ১৩ বছর বয়সী ছোট্ট হাফেজ তাকরিম। একই সৌদি আরবের মক্কায় অনুষ্ঠিত বাদশা আব্দুল আজিজ আন্তর্জাতিক কোরআন তেলওয়াত প্রতিযোগিতার ৪২ তম আসরে তিনি ৩য় স্থান অর্জন করেন। এছাড়াও পরের বছর অর্থাৎ ২০২৩ সালে সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে অনুষ্ঠিত ২৬ তম কোরআন তেলওয়াত প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করেন হাফেজ সালেহ আহমদ তাকরিম। কিন্তু কয়েক দিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও কিছু ইউটিউব চ্যালেনে ঘুরে বেড়াচ্ছে বিশ্বজয়ী হাফেজ তাকরিমের মৃত্যুর খবর। এমন একটি সংবাদ দেখে ক্ষতবিক্ষত হয়েছেন দেশ বিদেশের কোটি কোটি মানুষ। ফেসবুকে ঘুরতে থাকা বাগেরহাট জেলার ফকিরহাট থানায় নিজ বাড়িতে বিদ্যুৎপৃষ্ট হয়ে বিশ্বজয়ী হাফেজ সালেহ আহমদ তাকরিম এর মৃত্যুর সংবাদটি শেয়ার করেছেন হাজার হাজার মানুষ। আসলেই কি বিশ্বজয়ী হাফেজ তাকরিম মারা গেছেন নাকি গুজব এমন প্রশ্নের উত্তর খুঁজতে বিষয়টি নিয়ে অনুসন্ধান শুরু করেন সাংবাদিক জুবায়ের ইসলাম চৌধুরী। অনুসন্ধানে জানা গেছে, বিশ্বজয়ী কোরআনের হাফেজ সালেহ আহমদ তাকরিমের জন্ম ২০০৮ সালের ৩১ শে ডিসেম্বর সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার উমারপুর গ্রামে। কিন্তু নদী ভাঙ্গনের কবলে পড়লে তাকরিমের পরিবার পরবর্তীতে টাঙ্গাইল জেলা চলে যায়। বিষয় জানতে ফকিরহাট সার্কেল অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম শামীম এবং তাকরিমের পিতার সাথে যোগাযোগ করা হলে তারা বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্বজয়ী হাফেজ সালেহ আহমদ তাকরিম এর মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে এই তাকরিম সেই তাকরিম নয়। তারা আরও বলেন, আপনারা সবাই যে খবর শুনেছেন বা শেয়ার করেছে সেটা সঠিক নয়। বিশ্বজয়ী হাফেজ তাকরিমের বাড়ি ফকিরহাটে নয় তার বাড়ি সিরাজগঞ্জে। |