বুধবার ১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বরিশালে মসজিদ থেকে এক ব্যক্তির লা.শ উদ্ধা.র
বরিশালে মসজিদ থেকে এক ব্যক্তির লা.শ উদ্ধা.র
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:১৫ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশালে মসজিদ থেকে এক ব্যক্তির লা.শ উদ্ধা.র
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল বিভাগের পটুয়াখালীর বাউফলে মসজিদ থেকে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় মো. আসাদুল রাঢ়ী নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কেশবপুর গ্রামের রাঢ়ী বাড়ির মসজিদ থেকে মরদেহ উদ্ধার করা হয়। আসাদুল ওই গ্রামের মজিদ রাঢ়ীর ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, ঢাকায় যাওয়ার কথা বলে আসাদুল তার ভাই বাবুল রাঢ়ীর কাছ থেকে ১ হাজার টাকা নিয়ে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকালে বাড়ি থেকে বের হন। সারা দিনে তিনি আর বাড়ি ফেরেননি। রাত সাড়ে ১০টার দিকে তিনি বাড়ির সামনের মসজিদে প্রবেশ করেন। তখন মসজিদের ইমাম জিজ্ঞাসা করলে আসাদুল জানান, তিনি নামাজ পড়ে চলে যাবেন। কিছু সময় পর ইমাম বাড়িতে চলে যান। পরদিন ভোরে আসাদুলের চাচাতো ভাই দুলাল রাঢ়ী ফজরের আজান দিতে আসলে তাকে (আসাদুল) মসজিদের ব্যবহৃত গামছা গলায় প্যাঁচানো বসা অবস্থায় মৃত দেখে চিৎকার করেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

আসাদুলের ভাই বাবুল বলেন, আমার ভাইয়ের স্ত্রী-সন্তান তার সঙ্গে থাকে না। তারা ঢাকাতে থাকে। প্রায় ১ বছর ধরে আসাদুল বাড়িতে থাকছেন। গতকাল ঢাকা যাবেন বলে বাড়ি থেকে বের হন। সকালে তার মরদেহ মসজিদে পাওয়া যায়। তিনি আত্মহত্যা করেছেন, না কি অন্য কোনো ঘটনা আছে- তা বলতে পারছি না।’

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেছে। মরদেহের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি। সঠিক কারণ জানার জন্য পুলিশের তদন্ত চলছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

আমাদের ফেসবুক পেজ

সর্বাধিক পঠিত

প্রকাশক ও সম্পাদক : মোঃ ফেরদৌস ভূঁইয়া
মোবাইল : 01727493407
নির্বাহী সম্পাদক : আব্দুল হালিম জমাদ্দার
বার্তা সম্পাদক : মোঃ হাছান মাহামুদ
যুগ্ম সম্পাদক : মো:ইসমাইল খান 01711570608
সহ-যুগ্ম সম্পাদক : মো:খালিদ মাহমুদ 01722899624

ই-মেইল: dokhinersangbad@gmail.com
অফিস :নাসির সুপার মার্কেট পোর্ট রোড কেরামতিয়া মসজিদের বিপরীতে।

Design & Developed by
  সরবরাহ বাড়ায় বরিশালে দাম কমছে সবজির বাজারে। দখিনের সংবাদ   আজ মহান বিজয় দিবস, বিজয় নিশান ওড়ে বাংলার ঘরে ঘরে। দখিনের সংবাদ   উন্নয়নবিরোধীরা অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী। দখিনের সংবাদ   বরিশালে ঝেঁকে বসছে শীত, গরম কাপড়ের দোকানে ভিড় । দখিনের সংবাদ