বুধবার ১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নগরীতে বাড়ির দরজায় বিএডিসি কর্তৃপক্ষের নিয়মবর্হিভূত ওয়াল নির্মাণ অবরুদ্ধ হতে যাচ্ছে ২০ পরিবার
নগরীতে বাড়ির দরজায় বিএডিসি কর্তৃপক্ষের নিয়মবর্হিভূত ওয়াল নির্মাণ অবরুদ্ধ হতে যাচ্ছে ২০ পরিবার
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:০০ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

নগরীতে বাড়ির দরজায় বিএডিসি কর্তৃপক্ষের নিয়মবর্হিভূত ওয়াল নির্মাণ অবরুদ্ধ হতে যাচ্ছে ২০ পরিবার
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক ::: বরিশাল নগরীর ১০নং ওযার্ডস্থ কেডিসি এলাকাধীন বিএডিসি কর্তৃপক্ষের নিয়ম বহির্ভূত ঘরের দরজা আটকে সীমানা প্রাচীর নির্মানে অবরুদ্ধ হতে যাচ্ছে ২০ পরিবার। আজ (রবিবার) সকালে স্থানীয় বাসিন্দা নুরুল হক, কালাম, লিজাসহ অন্যান্য পরিববারের চলার পথ আটকে বিএডিসি কর্তৃপক্ষ সীমানা প্রাচীর নির্মানের কাজ শুরু করলে ঘটনাস্থলে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। এ সময় ভুক্তভোগীরা ঘরে চলাচলের জন্য ৫ ফুটের একটি গেট দাবী করলেও বিএডিসি কর্তৃপক্ষ খামখেয়ালী করে তাদের কার্যক্রম চালিয়ে যায়।

গতকাল সরেজমিনে গিয়ে দেখা যায়, একদিকে বিএডিসি কর্তৃপক্ষ অসহায় পরিবারগুলোর ঘরের দরজা আটকে ওয়াল নির্মান করছেন অন্যদিকে অসহায় পরিবারগুলো তাদের চলাচলের জন্য একটি গেটের দাবি জানাচ্ছে কর্তৃপক্ষের কাছে। কিন্তু বিএডিসির সহকারি পরিচালক আসাদুজ্জামান সেদিকে কর্নপাত না করে একপ্রকার খামখেয়ালি করেই তাদের কার্যক্রম চলমান রাখেন।

এ বিষয়ে ভুক্তভোগী নুরুল হক জানান, আমরা ৪০-৫০ বছর পর্যন্ত জমি কিনে এখানে থাকছি। আমরা আমাদের পরিবারের সদস্যদের নিয়া ২০ পরিবার বসবাস করছি। আমরা আমাদের ঘরে ঢুকতে ৫ ফুটের একটি গেট দাবি করে আসছি। এনিয়ে আমরা বরিশাল জেলা প্রশাসক, পুলিশ কমিশনার, সিটি কর্পোরেশন এবং ঢাকা বাংলাদেশ কৃষি ভবনে চলাচলের জন্য গেট চেয়ে আবেদন করেছি। আমরা গরীব ও অসহায় বলেই আমরা এখন পরিবার নিয়া বৈষম্যের স্বীকার হচ্ছি। আমরা একপ্রকার অবরুদ্ধ হয়ে থাকবো ঘরে।
আরেক বাসিন্দা কালাম বলেন, ছেলে মেয়েসহ পরিবারের সদস্য নিয়া আমরা ঘরে অবরুদ্ধ হয়ে থাকবো। আমরা একটি ৫ ফুটের গেটের দাবি জানাচ্ছি। যাতে পরিবারের সদস্যদের নিয়া আমরা বসবাস করতে পারি।

ভুক্তভোগী বাসিন্দা মুরাদ হোসাইন জানান, আমরা এখানে জায়গা কিনে ২০ পরিবার দীর্ঘ বছর বসবাস করে আসছি পরিবারপরিজন নিয়া। এছাড়া নদীর পাশে নামারচর বস্তি সেখানেও ২০০ পরিবার বসবাস করে। আমাদের ঘরে প্রবেশ করার বিকল্প কোন রাস্তাও নাই। এছাড়া আমাদের ঘরের পাশে পদ্মা অয়েল ডিপো। এখানে যেকোন সময় বড় ধরনের অগ্নিকান্ডের ঘটনা ঘটলে আমরা যে বের হবো ঘর থেকে সেরকম কোন পথ নাই। এটা চরম মানবতাবিরোধি। বিএডিসি কর্তৃপক্ষ একপ্রকার খামখেয়ালি করেই নিয়মবহির্ভূতভাবে আমাদের ঘরের দরজার সামনে ওয়াল নির্মান করছে। আমরা ঘরে চলাচলের জন্য একটি গেটের দাবি জানাই।

ভুক্তভোগি লিজা বলেন, আমরা পরিবার নিয়া এখানে বসবাস করে আসছি। আমাদের ঘর থেকে বের হবার কোন পথ নাই। এখন আমাদের দরজার সামনে ওয়াল হলে আমরা পরিবারের সদস্য নিয়া ঘরে অবরুদ্ধ হয়ে যাবো।

এ ঘটনায় বিএডিসি বরিশাল এর সহকারি পরিচালক আসাদুজ্জামান বলেন, আমাদের কিছু করার নাই।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

আমাদের ফেসবুক পেজ

সর্বাধিক পঠিত

প্রকাশক ও সম্পাদক : মোঃ ফেরদৌস ভূঁইয়া
মোবাইল : 01727493407
নির্বাহী সম্পাদক : আব্দুল হালিম জমাদ্দার
বার্তা সম্পাদক : মোঃ হাছান মাহামুদ
যুগ্ম সম্পাদক : মো:ইসমাইল খান 01711570608
সহ-যুগ্ম সম্পাদক : মো:খালিদ মাহমুদ 01722899624

ই-মেইল: dokhinersangbad@gmail.com
অফিস :নাসির সুপার মার্কেট পোর্ট রোড কেরামতিয়া মসজিদের বিপরীতে।

Design & Developed by
  সরবরাহ বাড়ায় বরিশালে দাম কমছে সবজির বাজারে। দখিনের সংবাদ   আজ মহান বিজয় দিবস, বিজয় নিশান ওড়ে বাংলার ঘরে ঘরে। দখিনের সংবাদ   উন্নয়নবিরোধীরা অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী। দখিনের সংবাদ   বরিশালে ঝেঁকে বসছে শীত, গরম কাপড়ের দোকানে ভিড় । দখিনের সংবাদ