মঙ্গলবার ১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বরিশালে বিএনপি নেতার বিরুদ্ধে বসতবাড়ি ভাঙচুর করে জমি দখলের অভিযোগ
বরিশালে বিএনপি নেতার বিরুদ্ধে বসতবাড়ি ভাঙচুর করে জমি দখলের অভিযোগ
প্রকাশ: ২ মার্চ, ২০২৫, ৪:০৯ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশালে বিএনপি নেতার বিরুদ্ধে বসতবাড়ি ভাঙচুর করে জমি দখলের অভিযোগ
সংবাদটি শেয়ার করুন....

বাকেরগঞ্জ প্রতিনিধি ::: বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়ন বিএনপির যুগ্ন আহ্বায়ক মোঃ রাজিবুল ইসলাম পান্না খানের বিরুদ্ধে বসতবাড়ি ভাঙচুর করে জমি দখল করে দেয়ার অভিযোগ উঠেছে।

রবিবার (২ মার্চ) কলসকাঠী ইউনিয়নের ঢাপরকাঠী গ্রামের ভুক্তভোগী আঃ মাজেদ আকন বাকেরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, কলসকাঠী ইউনিয়নের ঢাপরকাঠী গ্রামের মৃত আঃ হাসেম আকনের পুত্র আঃ মাজেদ আকনের সাথে প্রতিবেশী মোঃ জালাল গাজী গংদের জমিজমা নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। ওই বিরোধের জের ধরে রোববার সকাল ১০ টায় মো: জালাল গাজী মোটা অংকের টাকার বিনিময়ে ভাড়াটে হিসেবে বিএনপি নেতা মোঃ রাজিবুল ইসলাম পান্না খান ও তার সন্ত্রাসী বাহিনীকে দিয়ে আঃ মাজেদ আকনের বসতঘরের পিছনে ভাঙচুর চালিয়ে জমি দখলে নিয়ে নতুন একটি কাঠের ঘর নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে।

 

 

এই ঘটনায় আঃ মাজেদ আকন ভরপাশা ইউনিয়ন বিএনপি’র যুগ্ন আহ্বায়ক মোঃ রাজিবুল ইসলাম পান্না খানকে ১ নং আসামি করে বাকেরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

এছাড়াও অন্যান্য আসামিরা হলেন- মোঃ জালাল গাজী (৪২), মোঃ রাহাত গাজী (২৭), মোঃ জসীম গাজী (৪০), মোঃ ফারুক গাজী (৪০), মোসাঃ ফরিদা বেগম (৩৬), মোসাঃ শিউলী বেগম (৩২), মোসাঃ হালিমা বেগম (৬০), মোঃ আল আমিন সিকদার (৪৫)সহ অজ্ঞাতনামা ২০/২৫ জনকে আসামি করা হয়েছে।

এ বিষয়ে বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি শফিকুল ইসলাম বলেন, বসতবাড়ি ভাঙচুর জমি দখল ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইন অনুগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

এ ব্যাপারে অভিযুক্ত পান্না খানের সাথে তার ব্যবহৃত মোবাইলে একাধিক বার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

অভিযোগের ব্যাপারে বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব নাসির হাওলাদারের কাছে জানতে চাইলে তিনি এরকম অভিযোগের কথা শুনেছেন এবং দলীয় ভাবে তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা নিবেন বলে জানান।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

আমাদের ফেসবুক পেজ

সর্বাধিক পঠিত

প্রকাশক ও সম্পাদক : মোঃ ফেরদৌস ভূঁইয়া
মোবাইল : 01727493407
নির্বাহী সম্পাদক : আব্দুল হালিম জমাদ্দার
বার্তা সম্পাদক : মোঃ হাছান মাহামুদ
যুগ্ম সম্পাদক : মো:ইসমাইল খান 01711570608
সহ-যুগ্ম সম্পাদক : মো:খালিদ মাহমুদ 01722899624

ই-মেইল: dokhinersangbad@gmail.com
অফিস :নাসির সুপার মার্কেট পোর্ট রোড কেরামতিয়া মসজিদের বিপরীতে।

Design & Developed by
  সরবরাহ বাড়ায় বরিশালে দাম কমছে সবজির বাজারে। দখিনের সংবাদ   আজ মহান বিজয় দিবস, বিজয় নিশান ওড়ে বাংলার ঘরে ঘরে। দখিনের সংবাদ   উন্নয়নবিরোধীরা অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী। দখিনের সংবাদ   বরিশালে ঝেঁকে বসছে শীত, গরম কাপড়ের দোকানে ভিড় । দখিনের সংবাদ