|
বরিশালে ব্যবসার কথা বলে সাড়ে ৮ লাখ টাকা নিয়ে উধাও প্রতারক
বরিশালে ব্যবসার কথা বলে সাড়ে ৮ লাখ টাকা নিয়ে উধাও প্রতারক
|
|
নিজস্ব প্রতিবেদক ::: বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নে ব্যবসার কথা বলে মো: নাইম হোসেন নামের এক যুবকের কাছ থেকে ৮ লাখ ৫০ হাজার টাকা নিয়ে উধাও হয়ে গেছেন একই ইউনিয়নের মোঃ সবুজ খানের ছেলে সোহেল রানা (২৫)। এ ঘটনায় ২৫ ফেব্রুয়ারি বরিশাল বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করেছেন ভূক্তভোগী মো: নাইম হোসেন (যার কেস নং সিআর ৫২/২৫)। মামলার আসামীরা হলেন- শায়েস্তাবাদ ইউনিয়নের সবুজ খানের ছেলে সোহেল রানা (২৫), তার বাবা মোঃ সবুজ খান (৫২) ও সোহেল রানার স্ত্রী মোসা: কহিনুর (২২)। মামলা সূত্রে জানা যায়- ওই এলাকায় সোহেল দীর্ঘদিন যাবত গ্যাসের ডিলারের ব্যবসা করে আসছিলো। তার আর্থিকসহ বিভিন্ন সমস্যার কারনে ঠিকমতো ব্যবসা করতে পারছিলো না। তাই গত দুই মাসে আগে নাইম হোসেনের কাছে ব্যবসায় ভাগ দিবে বলে তার কাছে থেকে ৮ লক্ষ ৫০ হাজার টাকা ধার নেয়। নাইম হোসেন পুবালী ব্যাংকে সোহেলের একাউন্ট নম্বর ০৩৭৪৯০১০৭৪৬৩৮ এ টাকা পাঠায়। এরপর থেকে তার খোঁজ পাওয়া যায়নি। নাইমের মা শাহানাজ পারভীন বলেন, আমার ছেলের সাথে ব্যবসার করার কথা বলে প্রথমে ৮ লক্ষ চেকের মাধ্যমে নেয় সোহেল। এবং ৫০ হাজার টাকা নগদ নেয়। ৮ লক্ষ আমার পুবালী ব্যাংক একাউন্ট চেকের মাধ্যমে তাকে দেওয়া হয়। যার প্রমান আছে। কিন্তু দুই মাস পর তাদেরকে খুঁজে পাওয়া যায় না। তার পরিবারের কারো কোনে খোঁজ নেই। ওই মামলার সাক্ষী সম্রাট বলেন, সোহেল রানা আগে গ্যাসের ব্যবসা করত। কিন্তু তার ব্যবসা আরো বড় করার জন্য নাঈমকে পার্টনারশীপ নেয়।তার কাছ থেকে ৮ লক্ষ ৫০ হাজার টাকা নিয়ে তাকে ব্যবসার পার্টনারশিপ দেয়ার কথা ছিল। কিন্তু এখন তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এবিষয়ে অভিযুক্ত সোহেল রানার সাথে যোগাযোগ করতে চাইলে তার মোবাইল ফোনসহ, তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ পাওয়া যায়। এমনকি তার বাড়িতে গেলে তার পরিবারের কোনো খোঁজ-খবর পাওয়া যায়নি। |