মঙ্গলবার ১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বরিশালে কেজি দরে বিক্রি হচ্ছে বেল!
বরিশালে কেজি দরে বিক্রি হচ্ছে বেল!
প্রকাশ: ৬ মার্চ, ২০২৫, ১:৩২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশালে কেজি দরে বিক্রি হচ্ছে বেল!
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক ::: বরিশাল জেলার বাকেরগঞ্জে ওজন করার মেশিনে মাপা হচ্ছে বেল। রোজাদারদের প্রিয় ও স্বাস্থ্যসম্মত ফল বেল। রমজানে এর চাহিদা অনেক বেড়ে যায়। এই সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী কেজি দরে বিক্রি করছেন বেল। এমন চিত্র দেখা গেছে- বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার ছোট-বড় বাজারগুলোতে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় ক্রেতারা।

খোঁজ নিয়ে জানা গেছে, বাকেরগঞ্জে উপজেলায় বেলের বাণিজ্যিকভাবে চাষ না হলেও বাড়ির উঠান কিংবা আশেপাশে বা সড়কের পাশে বেল গাছ রোপণ করা হয়। স্থানীয় ব্যাপারীরা বিভিন্ন অঞ্চল থেকে পিস হিসেবে কিনে এনে পাইকারিভাবে কেজি দরে বিক্রি করেন খুচরা বিক্রেতাদের কাছে। প্রতি কেজি বেল বিক্রি হচ্ছে ১০০ টাকা থেকে ১২০ টাকায়।

স্থানীয় এক ক্রেতা জানান, বৃহস্পতিবার (৪ মার্চ) উপজেলার বাকেরগঞ্জ ব্রিজের নিচে বাজার থেকে এক ফল বিক্রেতার কাছ থেকে এক কেজি বেল কিনেছেন ১১০ টাকায়। পরিমাণে ছিল দুইটা বেল। অথচ এই বেল দুইটা রোজার আগে বিক্রি হয়েছে সর্বোচ্চ ৭০ থেকে ৮০ টাকায়। তিনি বাজার মনিটরিংয়ের মাধ্যমে এ ধরনের প্রতারণা বন্ধের দাবি জানান।

বাকেরগঞ্জ ব্রিজের নিচে ব্যবসায়ীদের কাছ থেকে জানা যায় আড়তদারদের কাছ থেকে কেজি দরে কিনে এনে প্রতি কেজিতে পাঁচ-দশ টাকা লাভে বিক্রি করি। তবে তিনি স্বীকার করেন তার ব্যবসার বয়সে তিনি কখনোই বেল কেজি দরে বিক্রি করেননি।

বাকেরগঞ্জে পৌর শহরের ফলের আড়তদাররা জানান, গ্রামে যে পরিমাণ বেল পাওয়া যায়, তা দিয়ে উপজেলার চাহিদা মেটানো সম্ভব না। তাই যশোর থেকে বেল পাইকারি কিনে এনে বিক্রি করেন তারা।

এ বিষয়ে বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ বলেন, কেজি দরে বেল বিক্রি এক ধরনের প্রতারণা। আমাদের বাজার মনিটরিং সব সময় অব্যাহত রয়েছে এগুলো বাজার মনিটরিংয়ের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

আমাদের ফেসবুক পেজ

সর্বাধিক পঠিত

প্রকাশক ও সম্পাদক : মোঃ ফেরদৌস ভূঁইয়া
মোবাইল : 01727493407
নির্বাহী সম্পাদক : আব্দুল হালিম জমাদ্দার
বার্তা সম্পাদক : মোঃ হাছান মাহামুদ
যুগ্ম সম্পাদক : মো:ইসমাইল খান 01711570608
সহ-যুগ্ম সম্পাদক : মো:খালিদ মাহমুদ 01722899624

ই-মেইল: dokhinersangbad@gmail.com
অফিস :নাসির সুপার মার্কেট পোর্ট রোড কেরামতিয়া মসজিদের বিপরীতে।

Design & Developed by
  সরবরাহ বাড়ায় বরিশালে দাম কমছে সবজির বাজারে। দখিনের সংবাদ   আজ মহান বিজয় দিবস, বিজয় নিশান ওড়ে বাংলার ঘরে ঘরে। দখিনের সংবাদ   উন্নয়নবিরোধীরা অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী। দখিনের সংবাদ   বরিশালে ঝেঁকে বসছে শীত, গরম কাপড়ের দোকানে ভিড় । দখিনের সংবাদ