মঙ্গলবার ১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বরিশালে চাঁদা না পেয়ে বিএনপির ব্যানার টাঙিয়ে দোকান দখলের চেষ্টার অভিযোগ
বরিশালে চাঁদা না পেয়ে বিএনপির ব্যানার টাঙিয়ে দোকান দখলের চেষ্টার অভিযোগ
প্রকাশ: ৯ মার্চ, ২০২৫, ৭:৫৪ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশালে চাঁদা না পেয়ে বিএনপির ব্যানার টাঙিয়ে দোকান দখলের চেষ্টার অভিযোগ
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক ::: বরিশালের উজিরপুরে চাঁদা না পেয়ে বিএনপি‍‍র ব্যানার টাঙিয়ে দোকান দখলের চেষ্টার অভিযোগ উঠেছে দুই যুবদল নেতার বিরুদ্ধে।

উপজেলার শিকারপুর ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের কার্যালয়ের দুই দফা ব্যানার টানিয়ে দোকানটি দখলে নেওয়া হয়েছে বলে দোকান মালিক মো. মাহফুজুর রহমান মাসুম অভিযোগ করেছেন।

মাসুম ওই এলাকার বীর মুক্তিযোদ্ধা মাহাবুবুর রহমানের সন্তান এবং উজিরপুর উপজেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সস্পাদক।

এ ঘটনায় মাসুম গত ২৫ ফেব্রুয়ারি উজিরপুর উপজেলা যুবদলের দুই যুগ্ম-আহ্বায়ক মো. জালিস মাহমুদ মৃধা ও রুহুল কুদ্দুস হাওলাদারের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজার কাছে লিখিত অভিযোগ করেন।

যদিও জালিস ও রুহুলের দাবি, উজিরপুর পৌর ও শিকারপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের কিছু ব্যক্তি গিয়ে ওই ব্যানার টানিয়েছে। এ বিষয়ে তারা কিছু জানেন না।

দোকান মালিক মাসুম বলেন, উজিরপুরের শিকারপুর বন্দরের চান্দিনা ভিটার ৪ শতাংশ জমি বাৎসরিক ইজারায় নিয়ে ১৯৫০ সাল থেকে সেখানে দোকান নির্মাণ করে ব্যবসা শুরু করেন, তারা বাবা বীর মুক্তিযোদ্ধা মো. মাহবুবুর রহমান। ২০১৫ সালে বাবার মৃত্যুর পর তিনি ও তার দুই ভাই দোকান চালাচ্ছিলেন। এরই মধ্যে ২০১৮ সালে তাদের দোকান দখলে নিয়ে শিকারপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের কার্যালয় করা হয়।

তিনি বলেন, “গত ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আমি আমার দোকান বুঝে নেই। এরই মধ্যে আবার ওই দুই যুবদল নেতা আমার কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করে। পরে ১০ হাজার টাকা দিয়ে রফাদফা করি। এরপর যুবদল নেতা জালিছ মাহমুদ মৃধা দোকান ঘরটি সাময়িক সময়ের জন্য নির্ধারিত ভাড়া দেওয়ার মৌখিক প্রতিশ্রুতি দিয়ে ‘খাদ্য বান্ধব’ এর গোডাউন হিসেবে ব্যবহার শুরু করেন।

“এক পর্যায়ে ওই যুবদল নেতাকে গোডাউন ঘর অন্যত্র সরিয়ে নেওয়ার অনুরোধ করি। এতে ক্ষিপ্ত হয়ে তিনি দোকান ঘর তালাবদ্ধ করে রাখেন। পরে বিএনপির কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য ও উপজেলার আহ্বায়ক এস সরফুদ্দিন আহমেদ সান্টুর ছবি সম্বলিত শিকারপুর ইউনিয়ন বিএনপির স্থায়ী কার্যালয়ের একটি ব্যানার টাঙিয়ে দোকান দখলের চেষ্টা করেন।”

মাসুম বলেন, “বিষয়টি ওই নেতাকে জানালে, তিনি ব্যানার নামানোর নির্দেশ দেন। তখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি সম্বলিত আরেকটি ব্যানার নিয়ে স্থায়ী দখলের চেষ্টা করেন তারা।”

এ বিষয়ে উপজেলা বিএনপি সদস্য সচিব মো. হুমায়ুন খান বলেন, “ওই দোকান ঘর সাংবাদিক মাসুমের। এটা আওয়ামী লীগ দখল করেছিল। এখন কিছু বিএনপি নেতা সাইনবোর্ড দিয়েছে, শুনেছি। অন্যের দোকান ঘরে ব্যানার লাগানোর কোনো সিদ্ধান্ত বিএনপি দেয়নি।

“উজিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক এস সরফুদ্দিন আহম্মেদ সান্টু দেশের বাইরে। তিনি ফিরে আসার পর নিজে উপস্থিত হয়ে সাইনবোর্ড খুলে দেবেন। মাসুমের দোকান বুঝিয়ে দেওয়া হবে।”

জেলা যুবদলের সাধারণ সম্পাদক এইস এম তসলিম উদ্দিন বলেন, “এ বিষয়ে মাসুম অভিযোগ দিয়েছে। সে আমার কাছেও এসেছিল। আমি যতটুকু জানতে পেরেছি, পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে। তবু ঘটনাটি খতিয়ে দেখছি; ব্যবস্থা নেব।”

উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইএনও) মো. আলী সুজা বলেন, বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক মাহবুবুর রহমান মাহফুজুর রহমান মাসুম একটি লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

আমাদের ফেসবুক পেজ

সর্বাধিক পঠিত

প্রকাশক ও সম্পাদক : মোঃ ফেরদৌস ভূঁইয়া
মোবাইল : 01727493407
নির্বাহী সম্পাদক : আব্দুল হালিম জমাদ্দার
বার্তা সম্পাদক : মোঃ হাছান মাহামুদ
যুগ্ম সম্পাদক : মো:ইসমাইল খান 01711570608
সহ-যুগ্ম সম্পাদক : মো:খালিদ মাহমুদ 01722899624

ই-মেইল: dokhinersangbad@gmail.com
অফিস :নাসির সুপার মার্কেট পোর্ট রোড কেরামতিয়া মসজিদের বিপরীতে।

Design & Developed by
  সরবরাহ বাড়ায় বরিশালে দাম কমছে সবজির বাজারে। দখিনের সংবাদ   আজ মহান বিজয় দিবস, বিজয় নিশান ওড়ে বাংলার ঘরে ঘরে। দখিনের সংবাদ   উন্নয়নবিরোধীরা অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী। দখিনের সংবাদ   বরিশালে ঝেঁকে বসছে শীত, গরম কাপড়ের দোকানে ভিড় । দখিনের সংবাদ