মঙ্গলবার ১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

তিন দিন ধরে নিখোঁজ বরিশাল মেট্রোপলিটন পুলিশের এডিসি রাশেদ
তিন দিন ধরে নিখোঁজ বরিশাল মেট্রোপলিটন পুলিশের এডিসি রাশেদ
প্রকাশ: ১২ মার্চ, ২০২৫, ১২:৫১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

তিন দিন ধরে নিখোঁজ বরিশাল মেট্রোপলিটন পুলিশের এডিসি রাশেদ
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক ::: তিন দিন ধরে খোঁজ নেই বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) রাশেদুল ইসলাম রাশেদের। তিনি ঢাকায় বৈষম্যবিরোধী আন্দোলনের সময়ের একটি মামলার আসামি। গত ৯ মার্চ দুপুর থেকে রাশেদ নিখোঁজ বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।

একাধিক সূত্র থেকে জানা যায়, রবিবার দুপুর ২টার দিকে নগরীর শীতলাখোলা ট্রাফিক অফিস থেকে কাউকে কিছু না বলে বেরিয়ে যান এডিসি রাশেদ। তারপর থেকেই তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছে। ধারণা করা হচ্ছে, মামলায় গ্রেপ্তার এড়াতে তিনি গা-ঢাকা দিয়েছেন।

জুলাই অভ্যুত্থানে ঢাকার রামপুরা এলাকায় বিল্ডিংয়ের কার্নিশে ঝুলতে থাকা আন্দোলনকারীকে কয়েক রাউন্ড গুলি করে পুলিশ। ওই ঘটনায় রামপুরা থানায় হওয়া মামলায় আসামি এডিসি রাশেদ।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উপ-কমিশনার শরফুদ্দিন আহমেদ বলেন, ‘গত তিন দিন অফিসে আসছেন না এডিসি রাশেদ।’ এর বাইরে কোনো মন্তব্য করতে রাজি হননি এই পুলিশ কর্মকর্তা।

নাম প্রকাশ না করার শর্তে এক পুলিশ সদস্য বলেন, ‘গত বছরের সেপ্টেম্বরে বরিশাল মেট্রোপলিটন পুলিশে যোগদান করেন এডিসি রাশেদ। গত ৯ মার্চ গা-ঢাকা দেওয়ার পর জানতে পারি তার বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানের ঘটনায় ঢাকার রামপুরা থানায় মামলা রয়েছে।’

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার শফিকুল ইসলাম বলেন, ‘রাশেদ পালিয়েছেন কিনা জানি না। তবে গত তিন দিন তার কোনো খোঁজ নেই।’

তিনি আরও বলেন, ‘বিষয়টি আমি পুলিশ হেড কোয়ার্টারে জানিয়েছি। তাছাড়া এডিসি রাশেদের বিরুদ্ধে যে জুলাই অভ্যুত্থানের ঘটনায় ঢাকার রামপুরা থানায় মামলা রয়েছে, সেটা জেনেছি তিনি নিখোঁজ হওয়ার পরে।’




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

আমাদের ফেসবুক পেজ

সর্বাধিক পঠিত

প্রকাশক ও সম্পাদক : মোঃ ফেরদৌস ভূঁইয়া
মোবাইল : 01727493407
নির্বাহী সম্পাদক : আব্দুল হালিম জমাদ্দার
বার্তা সম্পাদক : মোঃ হাছান মাহামুদ
যুগ্ম সম্পাদক : মো:ইসমাইল খান 01711570608
সহ-যুগ্ম সম্পাদক : মো:খালিদ মাহমুদ 01722899624

ই-মেইল: dokhinersangbad@gmail.com
অফিস :নাসির সুপার মার্কেট পোর্ট রোড কেরামতিয়া মসজিদের বিপরীতে।

Design & Developed by
  সরবরাহ বাড়ায় বরিশালে দাম কমছে সবজির বাজারে। দখিনের সংবাদ   আজ মহান বিজয় দিবস, বিজয় নিশান ওড়ে বাংলার ঘরে ঘরে। দখিনের সংবাদ   উন্নয়নবিরোধীরা অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী। দখিনের সংবাদ   বরিশালে ঝেঁকে বসছে শীত, গরম কাপড়ের দোকানে ভিড় । দখিনের সংবাদ