মঙ্গলবার ১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বরিশাল সিটি করপোরেশনে রাজস্ব আয় ২ কোটি ৩০ লাখ টাকা
বরিশাল সিটি করপোরেশনে রাজস্ব আয় ২ কোটি ৩০ লাখ টাকা
প্রকাশ: ১৩ মার্চ, ২০২৫, ১:১২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশাল সিটি করপোরেশনে রাজস্ব আয় ২ কোটি ৩০ লাখ টাকা
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক ::: চলতি বছর ইজারা প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ হওয়ায় বরিশাল সিটি করপোরেশনে (বিসিসি) ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে রাজস্ব আয়। এবার প্রায় ২ কোটি ৩০ লাখ টাকা রাজস্ব আয় হয়েছে। যা গতবছরের তুলনায় অত্যন্ত বেশি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগে বিসিসির আওতাধীন হাট-বাজার, পুকুর, বাসস্ট্যান্ড এবং শৌচাগারের বার্ষিক লিজ প্রদান বাবদ আয় ছিলো সর্বোচ্চ ১ কোটি ২০ লাখ টাকা। এবার সেই একই ইজারায় আয় হয়েছে সাড়ে তিন কোটি টাকা। পূর্বে কেন এতো কম রাজস্ব আয় হয়েছিলো তা নিয়ে তদন্ত করার কথা জানিয়েছেন বিসিসির দায়িত্বশীল কর্মকর্তারা।

সূত্রে আরও জানা গেছে, গত বছরের তুলনায় এবার হাট-বাজারগুলোর ইজারা অনেক বেশি দামে হয়েছে। এরমধ্যে বরিশাল জেলা পাইকারী মৎস্য বাজার থেকে গতবছর আয় হয়েছিলো ১০ লাখ টাকা। এবার তা ইজারা হয়েছে ৭০ লাখ টাকায়। একইভাবে রূপাতলী হাউজিং বাজারের ইজারা বেড়ে ২০ লাখ টাকা হয়েছে। যা পূর্বে ছিলো মাত্র ৭৪ হাজার টাকা।

বিসিসি’র প্রশাসক রায়হান কাওছার বলেন, আমরা আইনের বাস্তবায়ন করেছি এবং কৌশল করে টেন্ডার ড্রপিং পয়েন্ট বাড়িয়ে দিয়েছি। ফলে আগে যেখানে দরপত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ হতো, সেখানে এবার ছিলো শান্তি। এখন একে অপরকে দোষারোপের পরিবর্তে সরকার এবং জনগণ সমানভাবে উপকৃত হচ্ছে।

তিনি আরও জানান, এবার বিপুল সংখ্যক দরপত্র ফরম বিক্রি হয়েছে। যার পরিমাণ ছিলো সাতশ’টি, যা বিগত ১৫ বছরে সর্বোচ্চ। এবছর রাজস্ব আয়ের পুরো প্রক্রিয়া ছিলো আগে যা ঘটতো তার বিপরীত। বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারি বলেন, আমরা চেষ্টা করছি সবার অংশগ্রহণ নিশ্চিত করতে। তা হয়েছে। আগামীতে আরও স্বচ্ছতা বজায় রাখতে ই-টেন্ডার চালু করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

আমাদের ফেসবুক পেজ

সর্বাধিক পঠিত

প্রকাশক ও সম্পাদক : মোঃ ফেরদৌস ভূঁইয়া
মোবাইল : 01727493407
নির্বাহী সম্পাদক : আব্দুল হালিম জমাদ্দার
বার্তা সম্পাদক : মোঃ হাছান মাহামুদ
যুগ্ম সম্পাদক : মো:ইসমাইল খান 01711570608
সহ-যুগ্ম সম্পাদক : মো:খালিদ মাহমুদ 01722899624

ই-মেইল: dokhinersangbad@gmail.com
অফিস :নাসির সুপার মার্কেট পোর্ট রোড কেরামতিয়া মসজিদের বিপরীতে।

Design & Developed by
  সরবরাহ বাড়ায় বরিশালে দাম কমছে সবজির বাজারে। দখিনের সংবাদ   আজ মহান বিজয় দিবস, বিজয় নিশান ওড়ে বাংলার ঘরে ঘরে। দখিনের সংবাদ   উন্নয়নবিরোধীরা অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী। দখিনের সংবাদ   বরিশালে ঝেঁকে বসছে শীত, গরম কাপড়ের দোকানে ভিড় । দখিনের সংবাদ