মঙ্গলবার ১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বরিশালে পঁচা খাবার বিক্রির দায়ে থ্রী এস পেস্ট্রি শপকে জরিমানা
বরিশালে পঁচা খাবার বিক্রির দায়ে থ্রী এস পেস্ট্রি শপকে জরিমানা
প্রকাশ: ২৫ মার্চ, ২০২৫, ৯:২৩ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশালে পঁচা খাবার বিক্রির দায়ে থ্রী এস পেস্ট্রি শপকে জরিমানা
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক ::: পচাঁ খাবার বিক্রির দায়ে বরিশালের থ্রী-এস পেস্ট্রিশপ কর্তৃপক্ষকে ১৬ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

সোমবার (২৪ মার্চ) দুপুরে নগরীর নতুন বাজার রোডের ওই দোকানে অভিযান চালিয়ে এ অর্থদণ্ড দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুমি রাণী মিত্র। এ সময় পঁচা খাবার বিক্রির দায়ে তাদের এ জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রানি মিত্র বলেন, গত সপ্তাহে কলেজ এভিনিউর বাসিন্দা এস এন পলাশ থ্রী-এস পেস্ট্রি শপের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। অভিযোগে বলা হয়- থ্রী-এস পেস্ট্রি শপ থেকে বার্গার কিনে প্রতারিত হয়েছেন এস এন পলাশ। বার্গারটি ৭/৮ দিনের বাসি-পচাঁ ছিলো। ওই অভিযোগের ভিত্তিতে ২৪ মার্চ সোমবার দুপুরে নগরীর নতুন বাজার থ্রী-এস পেস্ট্রি শপে অভিযান চালানো হয়। সেসময় গিয়েও মেয়াদ উত্তীর্ণ সস উদ্ধার করা হয়েছে। এছাড়া লিখিত অভিযোগের সত্যতা পাওয়ায় আর্থিক জরিমানা করা হয় থ্রী-এস পেস্ট্রি শপকে।

ভুক্তভোগী এসএন পলাশ বলেন, গত সপ্তাহে থ্রী-এস পেস্ট্রি শপ থেকে বার্গার কিনে বাসায় নিয়ে দেখতে পাই পচাঁ গন্ধ আসছে। বিষয়টি ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর বরিশাল অফিসকে অবহিত করলে তারা ঘটনাস্থলে এসে আমার অভিযোগের সত্যতা পায়। যে কারণে থ্রী-এস পেস্ট্রি শপকে আর্থিক জরিমানা করে।

তিনি আরও বলেন, এমন ঘটনা থ্রী-এস পেস্ট্রি শপের নিত্যদিনের। ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের অভিযান কার্যক্রম চলমান থাকলে ভোগান্তি কমবে নগরবাসীর।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

আমাদের ফেসবুক পেজ

সর্বাধিক পঠিত

প্রকাশক ও সম্পাদক : মোঃ ফেরদৌস ভূঁইয়া
মোবাইল : 01727493407
নির্বাহী সম্পাদক : আব্দুল হালিম জমাদ্দার
বার্তা সম্পাদক : মোঃ হাছান মাহামুদ
যুগ্ম সম্পাদক : মো:ইসমাইল খান 01711570608
সহ-যুগ্ম সম্পাদক : মো:খালিদ মাহমুদ 01722899624

ই-মেইল: dokhinersangbad@gmail.com
অফিস :নাসির সুপার মার্কেট পোর্ট রোড কেরামতিয়া মসজিদের বিপরীতে।

Design & Developed by
  সরবরাহ বাড়ায় বরিশালে দাম কমছে সবজির বাজারে। দখিনের সংবাদ   আজ মহান বিজয় দিবস, বিজয় নিশান ওড়ে বাংলার ঘরে ঘরে। দখিনের সংবাদ   উন্নয়নবিরোধীরা অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী। দখিনের সংবাদ   বরিশালে ঝেঁকে বসছে শীত, গরম কাপড়ের দোকানে ভিড় । দখিনের সংবাদ