সোমবার ১৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ২রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বরিশালে গ্রীনলাইন পরিবহনের বাসচাপায় প্রাণ গেল শিশুর
বরিশালে গ্রীনলাইন পরিবহনের বাসচাপায় প্রাণ গেল শিশুর
প্রকাশ: ৮ এপ্রিল, ২০২৫, ৫:৫৫ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশালে গ্রীনলাইন পরিবহনের বাসচাপায় প্রাণ গেল শিশুর
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক ::: বরিশালের গৌরনদীতে স্কুল থেকে ফেরার পথে ঢাকা-বরিশাল মহাসড়ক পার হওয়ার সময় গ্রীনলাইন পরিবহনের একটি বাসচাপায় স্কুলছাত্র জয় দত্ত (১২) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার ও স্থানীয়দের মাঝে শোক বিরাজ করছে।

সোমবার (৭ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার বার্থী ইউনিয়নের তাঁরাকুপি গ্রামের মজিদ বেপারীর চায়ের দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জয় দত্ত (১২) উপজেলার তাঁরাকুপি গ্রামের সুমন্ত দত্তের একমাত্র ছেলে। জয় তাঁরাকুপি আইডিয়াল কিন্ডার গার্ডেনের পঞ্চম শ্রেণির ছাত্র।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, স্কুল থেকে বাড়িতে ফিরতে ইজিবাইকে রওনা দেয়। এরপর মহাসড়কের তাঁরাকুপি গ্রামের মজিদ বেপারীর চা’য়ের দোকানের কাছে নামে জয়। এরপর মহাসড়ক পার হওয়ার সময় বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুতগতির গ্রীনলাইন পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় জয়ের। দুর্ঘটনার পর চালক গাড়িটি নিয়ে ঢাকার উদ্দেশ্যে পালিয়ে গেছে বলে জানা গেছে।

বরিশাল গৌরনদী হাইওয়ে থানার ওসি আমিনুর রহমান বলেন, দুর্ঘটনার পরপরই বাসটি পালিয়ে গেছে। তাই ঘাতক গাড়ির খোঁজে আমরা কাজ করছি। কম সময়ের মধ্যে বাস এবং চালককে শনাক্ত করা সম্ভব হবে। এ ঘটনায় আইনানুযায়ী পরবর্তী কার্যক্রম চলবে বলে জানান তিনি।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

আমাদের ফেসবুক পেজ

সর্বাধিক পঠিত

প্রকাশক ও সম্পাদক : মোঃ ফেরদৌস ভূঁইয়া
মোবাইল : 01727493407
নির্বাহী সম্পাদক : আব্দুল হালিম জমাদ্দার
বার্তা সম্পাদক : মোঃ হাছান মাহামুদ
যুগ্ম সম্পাদক : মো:ইসমাইল খান 01711570608
সহ-যুগ্ম সম্পাদক : মো:খালিদ মাহমুদ 01722899624

ই-মেইল: dokhinersangbad@gmail.com
অফিস :নাসির সুপার মার্কেট পোর্ট রোড কেরামতিয়া মসজিদের বিপরীতে।

Design & Developed by
  সরবরাহ বাড়ায় বরিশালে দাম কমছে সবজির বাজারে। দখিনের সংবাদ   আজ মহান বিজয় দিবস, বিজয় নিশান ওড়ে বাংলার ঘরে ঘরে। দখিনের সংবাদ   উন্নয়নবিরোধীরা অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী। দখিনের সংবাদ   বরিশালে ঝেঁকে বসছে শীত, গরম কাপড়ের দোকানে ভিড় । দখিনের সংবাদ