|
পটুয়াখালীতে সাংবাদিককে দেখে নেওয়ার হুমকি যুবদল নেতার, অডিও ভাইরাল
পটুয়াখালীতে সাংবাদিককে দেখে নেওয়ার হুমকি যুবদল নেতার, অডিও ভাইরাল
|
|
পটুয়াখালী প্রতিনিধি ::: পটুয়াখালীর বাউফলের এক সাংবাদিককে ‘দেখে নেওয়ার হুমকি’র অভিযোগ উঠেছে যুবদল নেতার বিরুদ্ধে। এ বিষয়ে একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার রাতে ওই সাংবাদিক জেলা যুবদল নেতার নামে থানায় সাধারণ ডায়েরি করেছেন। হুমকি পাওয়া সিদ্দিকুর রহমান বাউফল রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক দেশ রূপান্তর পত্রিকার প্রতিনিধি। যার বিরুদ্ধে অভিযোগ সেই হুমায়ুন কবীর সোহাগ জেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক। এ বিষয়ে জেলা যুবদলের নেতারা বলছেন, সোহাগের বিরুদ্ধে দলীয় গঠনতন্ত্র মোতাবেক সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ করা হয়েছে। সাংবাদিক সিদ্দিকুর রহমান জিডিতে বলেন, অনিয়মের অভিযোগ পেয়ে মঙ্গলবার দুপুরে এক সহকর্মীকে নিয়ে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের নূরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন নতুন ভবনের সামনে সংবাদ সংগ্রহ করতে যান তিনি। দুপুর দেড়টার দিকে হুমায়ুন কবির সোহাগের ০১৭১২….৮৩ নম্বর থেকে সাংবাদিকের নম্বরে ফোন করে নিজেকে যুবদল নেতা পরিচয়ে অশালীন ভাষায় গালিগালাজ ও বিভিন্ন হুমকি-ধমকি দেন। যার একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে। এ বিষয়ে যুবদল নেতা হুমায়ুন কবির সাংবাদিকদের বলেন, তার মোবাইল ফোন থেকেই কথা হয়েছে। তবে তিনি ওই সাংবাদিককে হুমকি দেওয়ার বিষয়টি অস্বীকার করেন। তার দাবি, তারই বন্ধু সোহেল সাংবাদিকের সঙ্গে তার ফোন দিয়ে কথা বলেছেন, এ ঘটনার সঙ্গে তিনি জড়িত নন। ফোনের ভয়েসের বিষয়ে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করেননি। এ বিষয়ে জেলা যুবদলের দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল নোমান বলেন, এ বিষয়ে জেলার নেতারা কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোচনা করছেন। আলোচনার পর সোহাগের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’ এর পরে তিনি জানান, এ বিষয়ে দলীয় গঠণতন্ত্র মোতাবেক সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ করা হয়েছে। |