সোমবার ১৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ২রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বরিশালে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অন্তঃসত্ত্বা তরুণীর অবস্থান
বরিশালে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অন্তঃসত্ত্বা তরুণীর অবস্থান
প্রকাশ: ১৩ এপ্রিল, ২০২৫, ১:৩৫ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশালে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অন্তঃসত্ত্বা তরুণীর অবস্থান
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক ::: বরিশালের মুলাদীতে বিয়ের দাবি নিয়ে বাদশা তালুকদার নামে এক প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন তরুণী। বিয়ের নাটক সাজিয়ে শারীরিক সম্পর্কে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন বলে দাবি করছেন ভুক্তভোগী।

রোববার সকালে উপজেলার নাজিরপুর ইউনিয়নের আবু তাহের তালুকদারের ছেলে বাদশা তালুকদারের বাড়িতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নারীর বাড়ি রাজবাড়ী জেলায়।

বাদশার মায়ের দাবি, তার ছেলেকে ফাঁসাতে স্থানীয় একটি মহল তরুণীকে বাড়িতে অবস্থানের জন্য পাঠিয়েছে।

তরুণী জানান, তিনি ঢাকার আদাবর এলাকায় একটি বাসায় কাজ করতেন। একই বাসায় কাজ করতেন বাদশা তালুকদার। পরিচয়ের একপর্যায়ে বাদশা ওই তরুণীকে ধর্ষণ করলে তাদের দুজনকে কাজ থেকে বের করে দেন মালিক। পরে তরুণী আদাবর থানায় মামলা করতে গেলে বাদশা তরুণীকে বিয়ে করেন; কিন্তু ওই সময়ে বাদশা বিয়ের নিবন্ধন (কাবিন) না করে পরে নিবন্ধন করার আশ্বাস দেন তরুণীকে। বাদশা ও তরুণী ঢাকার একটি ভাড়া বাসায় স্বামী-স্ত্রী হিসেবে বসবাস করতে থাকেন।

কিন্তু গত ৩ এপ্রিল ঢাকার বাসা ছেড়ে বাদশা চলে যান। পরে মোবাইল ফোনে বিয়ের কথা অস্বীকার করেন।

তরুণী বলেন, আমি ৩ মাসের অন্তঃসত্ত্বা। তাই বাধ্য হয়ে বিয়ের স্বীকৃতির দাবি নিয়ে রোববার সকাল থেকে বাদশার বাড়িতে অবস্থান নিয়েছি।

এ ব্যাপারে বাদশার মা জানান, রোববার সকালে এক তরুণী বাড়িতে উপস্থিত হয়ে বাদশার স্ত্রী দাবি করেন; কিন্তু তার কাছে কোনো কাগজপত্র নাই। বাদশা বিয়ের বিষয়ে বাড়িতে কিছুই জানায়নি।

স্থানীয় গ্রামপুলিশ মনির হোসেন জানান, বাদশা তালুকদারের বাড়িতে এক তরুণী বিয়ের স্বীকৃতির দাবি নিয়ে অবস্থান করছেন। তরুণীর অবস্থানের সংবাদ পাওয়ার পরই বাদশা এলাকা ছেড়ে পালিয়েছে। বর্তমানে তার মোবাইল ফোনও বন্ধ রয়েছে।

এ ব্যাপারে মুলাদী থানার ওসি জহিরুল আলম বলেন, তরুণীর দাবি বাদশা তালুকদার তাকে বিয়ে করেছেন; কিন্তু তিনি কোনো কাগজপত্র দেখাতে পারছেন না। তাই আইনি ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

আমাদের ফেসবুক পেজ

সর্বাধিক পঠিত

প্রকাশক ও সম্পাদক : মোঃ ফেরদৌস ভূঁইয়া
মোবাইল : 01727493407
নির্বাহী সম্পাদক : আব্দুল হালিম জমাদ্দার
বার্তা সম্পাদক : মোঃ হাছান মাহামুদ
যুগ্ম সম্পাদক : মো:ইসমাইল খান 01711570608
সহ-যুগ্ম সম্পাদক : মো:খালিদ মাহমুদ 01722899624

ই-মেইল: dokhinersangbad@gmail.com
অফিস :নাসির সুপার মার্কেট পোর্ট রোড কেরামতিয়া মসজিদের বিপরীতে।

Design & Developed by
  সরবরাহ বাড়ায় বরিশালে দাম কমছে সবজির বাজারে। দখিনের সংবাদ   আজ মহান বিজয় দিবস, বিজয় নিশান ওড়ে বাংলার ঘরে ঘরে। দখিনের সংবাদ   উন্নয়নবিরোধীরা অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী। দখিনের সংবাদ   বরিশালে ঝেঁকে বসছে শীত, গরম কাপড়ের দোকানে ভিড় । দখিনের সংবাদ