সোমবার ১৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ২রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নির্মাণের এক বছরেও চালু হয়নি বরিশালের শিশু হাসপাতাল, বিপাকে ঠিকাদার
নির্মাণের এক বছরেও চালু হয়নি বরিশালের শিশু হাসপাতাল, বিপাকে ঠিকাদার
প্রকাশ: ২৩ এপ্রিল, ২০২৫, ২:০৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

নির্মাণের এক বছরেও চালু হয়নি বরিশালের শিশু হাসপাতাল, বিপাকে ঠিকাদার
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক ::: নির্মাণের এক বছর পরও চালু হয়নি বরিশালের ২০০ শয্যার শিশু হাসপাতাল। জনবল নিয়োগ না হওয়া ও বিদ্যুতের সাব স্টেশন নির্মাণ না হওয়ায় এ অবস্থা। এসব কারণে বরিশাল মেডিকেল কর্তৃপক্ষের কাছে ভবন হস্তান্তর করতে না পেরে বিপাকে পড়েছেন ঠিকাদার। বরাদ্দ পেলে শিগগিরই বাকি কাজ শেষ করার আশা করছে গণপূর্ত বিভাগ।

বরিশালের আমানতগঞ্জ এলাকায় নতুন ২০০ শয্যার শিশু হাসপাতাল। গত বছরের মার্চে ভবন নির্মাণ শেষ হলেও এখনও চালু হয়নি হাসপাতালটি।

হাসপাতালটি চালু হলে পরিচালনার দায়িত্বে থাকবে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ। বরিশাল মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মশিউল মুনীর বলছেন, হাসপাতাল চালাতে প্রয়োজন ৩৫০ জন কর্মকর্তা-কর্মচারী। অথচ একজনও নিয়োগ দেওয়া হয়নি। এছাড়া নির্মাণ হয়নি বিদ্যুতের আলাদা সাব স্টেশনও।

বরিশাল মেডিকেলের সহকারী পরিচালক রেজওয়ানুর আলম বলেন, হাসপাতাল চালু না হওয়ায় বরিশাল মেডিকেলের শিশু ওয়ার্ডকে বাড়তি চাপ নিতে হচ্ছে।

ঠিকাদার বলছেন, ভবনের কাজ শেষ হলেও হাসপাতাল কর্তৃপক্ষ তা বুঝে নিচ্ছে না। অবহেলায় পড়ে থাকায় চালুর আগেই চুরি হচ্ছে অনেক মালামাল।

বরিশাল গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ফয়সাল আহমেদ বলেন, বরাদ্দের অভাবে বাকি কাজ করা যাচ্ছে না। বিষয়টি মন্ত্রণালয়ে জানানো হয়েছে বলে জানান কর্মকর্তারা।

২০১৭ সালে হাসপাতাল ভবন নির্মাণ শুরু হয়ে ২০১৯ সালে শেষ হওয়ার কথা ছিল। তবে, নানা জটিলতায় কয়েক বছর দেরি হয়।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

আমাদের ফেসবুক পেজ

সর্বাধিক পঠিত

প্রকাশক ও সম্পাদক : মোঃ ফেরদৌস ভূঁইয়া
মোবাইল : 01727493407
নির্বাহী সম্পাদক : আব্দুল হালিম জমাদ্দার
বার্তা সম্পাদক : মোঃ হাছান মাহামুদ
যুগ্ম সম্পাদক : মো:ইসমাইল খান 01711570608
সহ-যুগ্ম সম্পাদক : মো:খালিদ মাহমুদ 01722899624

ই-মেইল: dokhinersangbad@gmail.com
অফিস :নাসির সুপার মার্কেট পোর্ট রোড কেরামতিয়া মসজিদের বিপরীতে।

Design & Developed by
  সরবরাহ বাড়ায় বরিশালে দাম কমছে সবজির বাজারে। দখিনের সংবাদ   আজ মহান বিজয় দিবস, বিজয় নিশান ওড়ে বাংলার ঘরে ঘরে। দখিনের সংবাদ   উন্নয়নবিরোধীরা অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী। দখিনের সংবাদ   বরিশালে ঝেঁকে বসছে শীত, গরম কাপড়ের দোকানে ভিড় । দখিনের সংবাদ