|
পছন্দের ঠিকাদারকে অর্থের বিনিময়ে কাজ দেওয়ার অভিযোগ বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে:
পছন্দের ঠিকাদারকে অর্থের বিনিময়ে কাজ দেওয়ার অভিযোগ বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে:
|
|
নিজস্ব প্রতিবেদক বরিশাল ::: পছন্দের ঠিকাদারকে অর্থের বিনিময়ে সরকারি কাজ দেয়ার অভিযোগ উঠেছে বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামের বিরুদ্ধে। নগরীর ২০ নম্বর ওয়ার্ডে অবস্থিত কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ প্রকল্পের জন্য শিক্ষা প্রকৌশল অধিদপ্তর দরপত্র আহ্বান করে। প্রকল্পের ব্যয় ধরা হয় ৪ কোটি ২৯ লাখ ৩৪ হাজার টাকা। জানা যায়, এর আগে ১৯ জুন,২০১৯ এই কাজটির জন্য একটি টেন্ডার অনুষ্ঠিত হয়েছিল এবং কোহিনূর এন্টারপ্রাইজ নামক একটি প্রতিষ্ঠান কাজটি পায়। তখন উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, মহানগর যুবলীগ নেতা ও ২০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জিয়াউল হক বিপ্লব ও তার ঘনিষ্ঠ সহচর জাহিদ ওরফে চাউল জাহিদ কাজটি শুরু করে। তবে তারা সময়মতো কাজ শেষ করতে ব্যর্থ হয়। এতে করে প্রকল্পটি রিটেন্ডারে যায় এবং নতুন করে দরপত্র আহ্বান করা হয়। |