সোমবার ১৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ২রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বরগুনায় তালাকের তথ্য গোপন করে সাবেক স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক : অতঃপর
বরগুনায় তালাকের তথ্য গোপন করে সাবেক স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক : অতঃপর
প্রকাশ: ২৪ এপ্রিল, ২০২৫, ১:৫৫ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরগুনায় তালাকের তথ্য গোপন করে সাবেক স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক : অতঃপর
সংবাদটি শেয়ার করুন....

বরগুনা প্রতিনিধি ::: স্ত্রীকে তালাক দিয়ে গোপন রেখে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করার অভিযোগ পাওয়া গেছে সাবেক স্বামীর বিরুদ্ধে। ভুক্তভোগী নারী সাবেক স্বামীর বিরুদ্ধে বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেছেন। ওই ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ বেগম লায়লাতুল ফেরদৌস বৃহস্পতিবার মামলাটি গ্রহণ করেন আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এজাহার ভুক্ত করার নির্দেশ দিয়েছেন।

আসামি হলেন- বরগুনা জেলার তালতলী উপজেলার তালুকদার পাড়া গ্রামের সালাউদ্দিন শরীফের ছেলে মাহবুবুর রহমান (৩২)। তিনি পিরোজপুর জেলা আনসার ভিডিপি অফিসে কর্মরত।

এ তথ্য নিশ্চিত করেছেন ওই ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর রনজুয়ারা সিপু।

জানা যায়, বাদির বাড়ি আমতলী উপজেলায়। ২০১২ সালে আসামির সঙ্গে বাদির বিয়ে হয়। তাদের ৯ বছরের একটি পুত্র সন্তান রয়েছে। বাদি আমতলী শহরে সন্তান নিয়ে বসবাস করেন। আসামি পিরোজপুর থাকায় পরকীয়ায় জড়িয়ে যায়। পরকীয়ার কারণে বাদিকে না রাখার জন্য তার নিকট যৌতুক দাবি করে জ্বালা যন্ত্রণা দিতে থাকেন। বাদি স্বামীর বিরুদ্ধে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি যৌতুক মামলা দায়ের করেন। আসামি মামলা তথ্য জানতে পেয়ে এ মাসের ৬ এপ্রিল বাদিকে তালাক দিয়ে তালাক গোপন রাখেন। আসামি ১১ এপ্রিল বাদির বাড়িতে এসে আপোসে মামলা তুলে নেওয়ার কথা বলে রাতে দৈহিক মেলামেশা করেন।

বাদি বলেন, আসামি আমার বাসা থেকে যাবার পরে ১৫ এপ্রিল তালাকের কপি আমার ম্যাসেঞ্জারে পাঠায়। আমি তালাকের নোটিশে দেখি আসামি আমাকে ৬ এপ্রিল তালাক দিয়েছেন। তালাক গোপন রেখে আমার সঙ্গে ১১ এপ্রিল রাতে শারিরীক সম্পর্ক করে। আমি স্বামীকে বিশ্বাস করতাম। মনে করেছি পরকীয়া প্রেম থেকে তিনি ফিরে এসেছেন। আসামি জেনে শুনে বুঝে আমাকে তালাক দিয়ে তালাকের তথ্য গোপন রেখে আমাকে ধর্ষণ করেছেন। আমার বিশ্বাসের অমর্যাদা করেছেন। ১৫ তারিখ হতে তার ফোন বন্ধ রেখেছেন।

আসামি মাহবুবুর রহমানের ফোন বন্ধ থাকায় তার সঙ্গে যোগাযোগ করা যায়নি।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন বলেন, আদালতের আদেশ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।’




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

আমাদের ফেসবুক পেজ

সর্বাধিক পঠিত

প্রকাশক ও সম্পাদক : মোঃ ফেরদৌস ভূঁইয়া
মোবাইল : 01727493407
নির্বাহী সম্পাদক : আব্দুল হালিম জমাদ্দার
বার্তা সম্পাদক : মোঃ হাছান মাহামুদ
যুগ্ম সম্পাদক : মো:ইসমাইল খান 01711570608
সহ-যুগ্ম সম্পাদক : মো:খালিদ মাহমুদ 01722899624

ই-মেইল: dokhinersangbad@gmail.com
অফিস :নাসির সুপার মার্কেট পোর্ট রোড কেরামতিয়া মসজিদের বিপরীতে।

Design & Developed by
  সরবরাহ বাড়ায় বরিশালে দাম কমছে সবজির বাজারে। দখিনের সংবাদ   আজ মহান বিজয় দিবস, বিজয় নিশান ওড়ে বাংলার ঘরে ঘরে। দখিনের সংবাদ   উন্নয়নবিরোধীরা অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী। দখিনের সংবাদ   বরিশালে ঝেঁকে বসছে শীত, গরম কাপড়ের দোকানে ভিড় । দখিনের সংবাদ