|
বরিশালে স্কুলছাত্রীকে ৫ দিন আটকে রেখে ধর্ষণ : অতঃপর
বরিশালে স্কুলছাত্রীকে ৫ দিন আটকে রেখে ধর্ষণ : অতঃপর
|
|
উজিরপুর প্রতিনিধি ::: বরিশাল জেলার উজিরপুরে ৮ম শ্রেণির ছাত্রীকে ৫ দিন ধরে আটকে রেখে একাধিকবার ধর্ষণ করেছে এক বখাটে। এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি। ধর্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলা ও ভুক্তভোগী পরিবার সুত্রে জানা যায়- উপজেলার হারতা ইউনিয়নের জামবাড়ি গ্রামের জয়দেব বাড়ৈর মেয়ে কালবিলা মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণিতে পড়ুয়া ছাত্রীকে কাউয়ারেখা গ্রামের হরলাল হালদারের ছেলে তপন হালদার গত বুধবার স্কুলে যাওয়ার সময় বিভিন্ন ভয়ভীতি ও হত্যার হুমকি দিয়ে তুলে নিয়ে যায় এবং ৫ দিন ধরে আটকে রেখে ধর্ষণ করে। ওই ছাত্রীর বাবা জয়দেব বাড়ৈ জানান- এ ঘটনায় উজিরপুর মডেল থানায় মামলা দায়ের করেছি। তবে মেম্বার নরেন্দ্র নাথ বিষয়টি মিমাংসার চেষ্টা করছে। অভিযুক্ত তপন হালদারের চাচা রঙলাল হালদার জানান- বাদী ও বিবাদী পাশাপাশি গ্রামের লোক বিধায় মামলা হওয়ার পরেও মেম্বার নরেন্দ্র নাথ বিষয়টি মিমাংসার চেষ্টা চালাচ্ছে। অভিযুক্ত পালিয়ে থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি। অভিযুক্তের বাবা হরলাল হালদার জানান- তাদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে। তাই তারা উভয়ের সম্মতিতে লাপাত্তা হয়েছিল। ৫ দিন পরে মেম্বার নরেন্দ্র নাথ এর সহায়তায় মেয়েকে উদ্ধার করে তার পরিবারের কাছে ফেরত দেয়া হয়েছে। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান- অভিযুক্তের বিরুদ্ধে মামলা নেয়া হয়েছে এবং ছাত্রীকে উদ্ধার করে পরীক্ষা নিরিক্ষার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া আসামী গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। মিমাংসার কোন সুযোগ নেই। এদিকে অভিযুক্তকে অচিরেই গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। |