রবিবার ১৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ১লা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   রবিবার ১৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বরিশালে হস্তান্তরের আগেই ৪০ লাখ টাকার বক্স কালভার্টে ফাটল
বরিশালে হস্তান্তরের আগেই ৪০ লাখ টাকার বক্স কালভার্টে ফাটল
প্রকাশ: ৭ মে, ২০২৫, ৩:৪০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশালে হস্তান্তরের আগেই ৪০ লাখ টাকার বক্স কালভার্টে ফাটল
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক ::: বরিশালের বাবুগঞ্জ উপজেলায় নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় উদ্বোধনের আগেই একটি ব্রিজে (বক্স কালভার্ট) ফাটল ধরেছে। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীনে উপজেলার চাঁদপাশা ইউনিয়নের দক্ষিণ রফিয়াদি বেলায়েত হাওলাদার বাড়ি-সংলগ্ন খালের ওপর প্রায় ৪০ লাখ টাকা ব্যয়ে এই ব্রিজ (বক্স কালভার্ট) নির্মাণ করা হয়। কিন্তু অতিমাত্রায় অনিয়ম এবং নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় ব্রিজটি যে কোনো সময় ভেঙে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে বলে জানা গেছে।

সরজমিনে দেখা যায়, ব্রিজটির কাজ শেষ হলেও গাইড ওয়ালে ফাটল ও ভেঙে পরে যায়। ফাটলের স্থানে বালু, সিমেন্ট দিয়ে মেরামত করা হচ্ছে।

সম্প্রতি বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দারা দফায় দফায় প্রতিবাদ জানিয়েছেন। এরই পরিপ্রেক্ষিতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা গাইড ওয়াল ভেঙে ফেলার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশ প্রদান করেন।

এদিকে ব্রিজটি নির্মাণকালে যথাযথ তদারকি হয়নি বলে অভিযোগ করেন গ্রামবাসী।

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ২৪-২৫ অর্থবছরে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের বরাদ্দের ব্রিজটির নির্মাণকাজ পায় মা এন্টারপ্রাইজ ঠিকাদারি প্রতিষ্ঠান।

কাজটি বাস্তবায়ন করছেন ঠিকাদার মো. জয়নাল ও সুরুজ গাজী। সুরুজ গাজী বলেন, সাব ঠিকাদার গাইড ওয়াল নির্মাণের পর পর্যাপ্ত পানি না দেওয়ায় ফাটল ধরেছে। স্থানীয় বাসিন্দাদের মতামতের ভিত্তিতে গাইড ওয়ালটি নতুন করে নির্মাণ করে দেওয়া হবে।

বাবুগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. সোহেল হোসেন বলেন, নির্মাণাধীন বক্স কালভার্টে ফাটলের বিষয়টি শুনেছি। ঠিকাদার চার মাস আগে কাজটি শুরু করে। এখনও কাজ হস্তান্তর হয়নি। ওই কাজের বিল এখনও ঠিকাদার পায়নি। আমরা অভিযোগটি তদন্ত করে দেখে ব্যবস্থা গ্রহণ করবো।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

আমাদের ফেসবুক পেজ

সর্বাধিক পঠিত

প্রকাশক ও সম্পাদক : মোঃ ফেরদৌস ভূঁইয়া
মোবাইল : 01727493407
নির্বাহী সম্পাদক : আব্দুল হালিম জমাদ্দার
বার্তা সম্পাদক : মোঃ হাছান মাহামুদ
যুগ্ম সম্পাদক : মো:ইসমাইল খান 01711570608
সহ-যুগ্ম সম্পাদক : মো:খালিদ মাহমুদ 01722899624

ই-মেইল: dokhinersangbad@gmail.com
অফিস :নাসির সুপার মার্কেট পোর্ট রোড কেরামতিয়া মসজিদের বিপরীতে।

Design & Developed by
  সরবরাহ বাড়ায় বরিশালে দাম কমছে সবজির বাজারে। দখিনের সংবাদ   আজ মহান বিজয় দিবস, বিজয় নিশান ওড়ে বাংলার ঘরে ঘরে। দখিনের সংবাদ   উন্নয়নবিরোধীরা অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী। দখিনের সংবাদ   বরিশালে ঝেঁকে বসছে শীত, গরম কাপড়ের দোকানে ভিড় । দখিনের সংবাদ