রবিবার ১৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ১লা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   রবিবার ১৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

মেয়াদবিহীন ইন্টারনেট প্যাকেজে ১০ শতাংশ ছাড় দিলো গ্রামীণফোন
মেয়াদবিহীন ইন্টারনেট প্যাকেজে ১০ শতাংশ ছাড় দিলো গ্রামীণফোন
প্রকাশ: ১৩ মে, ২০২৫, ৭:২৩ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

মেয়াদবিহীন ইন্টারনেট প্যাকেজে ১০ শতাংশ ছাড় দিলো গ্রামীণফোন
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেস্ক ::: লিমিটলেস (মেয়াদবিহীন) ইন্টারনেট প্যাকেজগুলোতে বিভিন্ন আকর্ষণীয় ডিসকাউন্ট অফার চালু করেছে মোবাইল অপারেটর কোম্পানি গ্রামীণফোন।

গ্রাহকরা এখন থেকে নির্দিষ্ট লিমিটলেস ইন্টারনেট প্যাকেজে ১০ শতাংশ মূল্যছাড়ে উচ্চগতির, নিরবচ্ছিন্ন ইন্টারনেট উপভোগ করতে পারবেন। পাশাপাশি সবচেয়ে সাশ্রয়ী মূল্যে লিমিটলেস ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবেন।

সোমবার (১২ মে) বিকেলে গ্রামীণফোনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৯৯৮ টাকার ১৫ এমবিপিএস পর্যন্ত স্পিডের মাসিক প্যাকেজটি ১০ শতাংশ ছাড়ের পর এখন ৮৯৯ টাকায় এবং ১০ এমবিপিএস পর্যন্ত স্পিডের মাসিক প্যাকটি ৮৯৯ টাকার পরিবর্তে ৮০৬ টাকায় কিনতে পারবেন গ্রাহকরা।

একইসঙ্গে সাপ্তাহিক ব্যবহারকারীরা ১০ শতাংশ ছাড়ের পর ১০ এমবিপিএস পর্যন্ত স্পিডের প্যাকটি ২৬৯ টাকার পরিবর্তে ২৪২ টাকায় উপভোগ করতে পারবেন।

অন্যদিকে দৈনিক ব্যবহারের ১৫ এমবিপিএস স্পিডের লিমিটলেস প্যাকের দাম এখন মাত্র ৭৮ টাকা আকর্ষণীয় ১৯ শতাংশ ছাড়ে, যা আগে ছিল ৯৬ টাকা।

নতুন ছাড়ের লিমিটলেস ইন্টারনেট প্যাকেগুলো মাইজিপি অ্যাপ, ইউএসএসডি কোড এবং দেশব্যাপী গ্রামীণফোনের রিটেল আউটলেটসহ সব কাস্টমার টাচপয়েন্টের মাধ্যমে কিনতে পারবেন গ্রাহকরা।

গ্রামীণফোনের চিফ প্রোডাক্ট অফিসার (সিপিও) সোলায়মান আলম বলেন, গ্রাহকদের জন্য এ সুসংবাদ আনতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। গ্রামীণফোন সবসময় গ্রাহকদের চাহিদার বিষয়টি মাথায় রেখে কার্যকরী উদ্ভাবন নিয়ে আসে, যা তাদের জীবনে নতুন মাত্রা যোগ করবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

আমাদের ফেসবুক পেজ

সর্বাধিক পঠিত

প্রকাশক ও সম্পাদক : মোঃ ফেরদৌস ভূঁইয়া
মোবাইল : 01727493407
নির্বাহী সম্পাদক : আব্দুল হালিম জমাদ্দার
বার্তা সম্পাদক : মোঃ হাছান মাহামুদ
যুগ্ম সম্পাদক : মো:ইসমাইল খান 01711570608
সহ-যুগ্ম সম্পাদক : মো:খালিদ মাহমুদ 01722899624

ই-মেইল: dokhinersangbad@gmail.com
অফিস :নাসির সুপার মার্কেট পোর্ট রোড কেরামতিয়া মসজিদের বিপরীতে।

Design & Developed by
  সরবরাহ বাড়ায় বরিশালে দাম কমছে সবজির বাজারে। দখিনের সংবাদ   আজ মহান বিজয় দিবস, বিজয় নিশান ওড়ে বাংলার ঘরে ঘরে। দখিনের সংবাদ   উন্নয়নবিরোধীরা অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী। দখিনের সংবাদ   বরিশালে ঝেঁকে বসছে শীত, গরম কাপড়ের দোকানে ভিড় । দখিনের সংবাদ