শনিবার ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   শনিবার ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ভোলায় পশুর হাটে ক্রেতাদের নজর কেড়েছে ২২ মণের ‘রাজা বাবু’!
প্রকাশ: ২ জুন, ২০২৫, ৩:১৫ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ভোলায় পশুর হাটে ক্রেতাদের নজর কেড়েছে ২২ মণের ‘রাজা বাবু’!
সংবাদটি শেয়ার করুন....

ভোলা প্রতিনিধি ::: ভোলার পশুর হাটে ক্রেতাদের নজর কেড়েছে ২২ মণ ওজনের ষাঁড় ‘রাজা বাবু’। রাজা বাবুর খামারি মো. আল আমিন দাম হাঁকিয়েছেন ৬ লাখ টাকা। জানা গেছে, হাটে তোলার প্রথম দিনে কোনো ক্রেতা না মিললেও, আল আমিনের খামারে গিয়ে রাজাবাবুকে কেনার জন্য সাড়ে চার লাখ টাকা দাম বলেছেন এক ক্রেতা।

সরেজমিনে দেখা যায়, ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের দক্ষিণ চরপাতা গ্রামের খামারি মো. আল আমিন ও তার স্ত্রী সুমাইয়া তাদের খামারের সবচেয়ে বড় ষাড়টিকে গোসল করিয়ে পরিচর্যা করছেন হাটে তোলার জন্য। ক্রেতা আকৃষ্ট করার জন্য তাদের নানা প্রচেষ্টাও চোখে পড়ে।

ভোলা শহরের একটি গরুর খাবার বিক্রির দোকানে একসময় কাজ করতেন আল আমিন। দোকানে আসা বিভিন্ন খামারিদের গল্প শুনে ৮ বছর আগে নিজেই খামার করার স্বপ্ন দেখেন। ৭০ হাজার টাকার একটি গরু দিয়ে শুরু করেন তিনি। বর্তমানে তার খামারে ২৫টি গরু।

দুই বছর আগে আল আমিনের খামারে অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান শাহিওয়াল জাতের গরুর বাচ্চা হয়। নাম রাখা হয় ‘রাজা বাবু’। যার বর্তমান লাইভ ওয়েট ২২ মণ। ষাড়টির খাবারের জন্য দৈনিক ৪ থেকে ৫শ’ টাকা খরচ হয়। আল আমিনের দাবি, তার খামারের ‘রাজা বাবুই’ এবার ভোলার মধ্যে সবচেয়ে বড় গরু।

আল আমিন জানান, লালন-পালন করতে গিয়ে তার সাথে সখ্যতা তৈরি হয় গরুটির। এমনকি এই খামারি ষাঁড়টিকে রাজা বাবু বলে ডাকলেই সাথে সাথে সে সাড়া দেয়।

আল আমিনের স্ত্রী সুমাইয়া জানান, চার বছর আগে আল আমিনের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামীর খামারের কাজে তিনি সহযোগিতা কর আসছেন। তাদের খামারের ২২ মণ ওজনের রাজা বাবুর প্রতি পরিবারের সবারই মায়া জন্মে গেছে।

প্রাণিসম্পদ বিভাগের পরামর্শেই আল আমিন ষাঁড়টি লালন-পালন করেছেন বলে জানান জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. রফিকুল ইসলাম খান।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

আমাদের ফেসবুক পেজ

সর্বাধিক পঠিত

প্রকাশক ও সম্পাদক : মোঃ ফেরদৌস ভূঁইয়া
মোবাইল : 01727493407
নির্বাহী সম্পাদক : আব্দুল হালিম জমাদ্দার
বার্তা সম্পাদক : মোঃ হাছান মাহামুদ
যুগ্ম সম্পাদক : মো:ইসমাইল খান 01711570608
সহ-যুগ্ম সম্পাদক : মো:খালিদ মাহমুদ 01722899624

ই-মেইল: dokhinersangbad@gmail.com
অফিস :নাসির সুপার মার্কেট পোর্ট রোড কেরামতিয়া মসজিদের বিপরীতে।

Design & Developed by
  সরবরাহ বাড়ায় বরিশালে দাম কমছে সবজির বাজারে। দখিনের সংবাদ   আজ মহান বিজয় দিবস, বিজয় নিশান ওড়ে বাংলার ঘরে ঘরে। দখিনের সংবাদ   উন্নয়নবিরোধীরা অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী। দখিনের সংবাদ   বরিশালে ঝেঁকে বসছে শীত, গরম কাপড়ের দোকানে ভিড় । দখিনের সংবাদ