চরফ্যাশনে অজ্ঞাত মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ
|
নিজস্ব প্রতিবেদক ।। ভোলার চরফ্যাশন উপজেলার মেঘনা নদীর তীরবর্তী ধানক্ষেত থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। গত মঙ্গলবার দিনগত রাত ১২টার দিকে উপজেলার বিছিন্ন দ্বীপ চরকুকরি ইউনিয়ন চরপাতিলার শরিফপাড়া গ্রামসংলগ্ন মেঘনা নদীর তীরবর্তী ধানক্ষেত থেকে অজ্ঞাত এই মরদেহ উদ্ধার করা হয়। চর কুকরি- মুকরি নৌ-পুলিশ ফাঁড়ির এসআই মো. নজরুল ইসলাম খন্দকার জানান, স্থানীয়দের খবর পেয়ে ঘটনাস্থল থেকে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহের গায়ে হালকা বেগুনি রঙের গোল গলা গেঞ্জি রয়েছে। নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহ ময়নাতদন্তে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। |