বাকেরগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে অবৈধভাবে চাঁদা তোলার অভিযোগ
|
নিজস্ব প্রতিবেদক ।। বরিশালের বাকেরগঞ্জে এক বিএনপি নেতার বিরুদ্ধে অবৈধভাবে হাটবাজার থেকে চাঁদা তোলার অভিযোগ পাওয়া গেছে। বাকেরগঞ্জ উপজেলার ১১নং ভরপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুজ্জামান খান খোকনের নির্দেশেই স্থানীয় বিএনপি নেতা শাহীন হাটবাজার থেকে চাঁদা তুলছেন বলে অভিযোগ করেন বাজারের প্রকৃত মালিক দাবিদার নুরুল ইসলাম। এ ঘটনার সিসি ক্যামেরার একটি ভিডিও ফুটেজ ইতিমধ্যে যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফুটেজে বিশ্লেষণ করে দেখা যায়, চেয়ারম্যান খোকনের নির্দেশে দাদুর হাট বাজার থেকে প্রকাশ্যে চাঁদা তুলছেন তার অনুসারী বিএনপি নেতা শাহীন। |