নগরীর নৌ বন্দর থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার
|
![]() নিজস্ব প্রতিবেদক ।। বরিশাল নগরীর বিআইডব্লিউটিএর নৌবন্দর থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। গত ১৪ অক্টোবর (সোমবার) বিকাল আনুমানিক ৩ টার সময় বরিশাল সদর নৌ থানা পুলিশ এই অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার করেন। উদ্ধারকৃত বৃদ্ধের মরদেহের বয়স আনুমানিক ৭০-৭৫ হবে বলে নৌ পুলিশ সদস্যরা জানান। বরিশাল সদর নৌ থানার এসআই মোঃ আসাদুল আল গালিব জানান, লঞ্চটার্মিনালের অভ্যন্তরীণ টার্মিনাল থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার করে নৌ পুলিশের টিম। পরবর্তীতে সিআইডির ক্রাইম সিন ইউনিটকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে তথ্য প্রযুক্তির ব্যবহার করে পরিচয় শনাক্তের চেস্টা করেন। কিন্তু মরদেহের পরিচয় শনাক্ত সম্ভব হয়নি। পরবর্তীতে সুরতহাল রিপোর্ট করে মরদেহের ময়না তদন্তের জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে প্রেরণ করা হয়েছে। |