|
বরিশালে মুক্তিযোদ্ধা স্বামীর মৃত্যুর সংবাদ শুনে মৃত্যুর কোলে ঢলে পড়লেন স্ত্রী
|
|
নিজস্ব প্রতিবেদক ::: বরিশালের আগৈলঝাড়ায় স্বামীর মৃত্যুর সংবাদ শোনার কিছুক্ষণের মধ্যেই স্ত্রী মৃত্যুবরণ করেছেন। ঘটনা ঘটেছে আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের পূর্ব সুজনকাঠি গ্রামের সরদার বাড়িতে। স্থানীয় সূত্র জানায়, আগৈলঝাড়া উপজেলা সদর বাজারের কাপড় ব্যবসায়ী বীর মুক্তিযোদ্ধা সামচুল হক সরদার (৭৪) দীর্ঘদিন অসুস্থ ছিলেন। আজ সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ৮টা ৪০ মিনিটে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সামচুল হক সরদার ও আনোয়ারা বেগমের দম্পত্তির তিন ছেলে এবং এক মেয়েসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন। বীর মুক্তিযোদ্ধা সামচুল হক সরদারকে রাষ্ট্রীয় মর্যাদা শেষে আজ সোমবার আসর বাদ স্বামী-স্ত্রী দুজনকেই পারিবারিক কবরস্থানে পাশাপাশি দাফন সম্পন্ন করা হয়েছে। তাদের জানাজায় উপজেলার মুক্তিযোদ্ধা, সাংবাদিক, ব্যবসায়ী, রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন |