শুক্রবার ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বরিশালে চোরাই গরু-ছাগল উদ্ধারে গিয়ে হামলার শিকার ৪ পুলিশ সদস্য
প্রকাশ: ২৪ ডিসেম্বর, ২০২৪, ১০:২০ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশালে চোরাই গরু-ছাগল উদ্ধারে গিয়ে হামলার শিকার ৪ পুলিশ সদস্য
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক ::: বরিশালের হিজলা উপজেলার প্রত্যন্ত চরে চোরাই গরু-ছাগল-মহিষ উদ্ধার এবং চোর গ্রেপ্তারে অভিযানে গিয়ে হামলায় আহত হয়েছেন পুলিশের চার সদস্য। সোমবার (২৩ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার চুনার চরে এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হলেন- কাজিরহাট থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন, হিজলা থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম, পিএসআই আব্দুর রহিম ও কনস্টেবল মো. শাহীন। তাদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, মেঘনা নদী-বেষ্টিত চুনার চর হিজলা, মেহেন্দিগঞ্জ ও কাজিরহাট থানার সীমান্ত এলাকা। গ্রামটি দুর্গম এলাকা হওয়ায় দেশের বিভিন্ন এলাকা থেকে গরু-ছাগল ও মহিষ চুরি করে এখানে মজুত করা হয়। গত ৫ আগস্টের পর থেকে ৬০০ থেকে ৭০০ গরু-মহিষ ও ছাগল চুরি হয়। সিংহভাগ ওই গ্রামে রাখা হয়েছে। গরু-ছাগল ও মহিষ চুরির হোতা রুবেল ডাকাত। গরু-ছাগল ও মহিষ চুরির বিভিন্ন মামলার আসামি তিনি।

ওসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, রুবেল ডাকাতের বাসায় চোরাই গরু-ছাগল ও মহিষ রয়েছে। এগুলো উদ্ধার এবং রুবেলকে গ্রেপ্তারে রাত সাড়ে ১২টার দিকে থানার ১১ জন পুলিশ সদস্য অভিযানে যান। এ সময় চুরিতে জড়িত লোকেদের সঙ্গে গ্রামবাসী সশস্ত্র অবস্থায় পুলিশের আভিযানিক দলের ওপর হামলা করে। তখন পুলিশের দলটি ছত্রভঙ্গ হয়ে যায়। খবর পেয়ে হিজলা থানার অতিরিক্ত পুলিশ সদস্যসহ পাশের মেহেন্দিগঞ্জ ও কাজির হাট থানা পুলিশের সদস্যরা যৌথ অভিযান চালান। রাত আড়াইটার দিকে আহত চার পুলিশ সদস্যকে উদ্ধার করা হয়।

আহতদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলা করা হবে জানান ওসি।

পুলিশ সুপার মো. শরিফ উদ্দিন বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন পুলিশ সদস্যদের দেখতে যান এবং তাদের চিকিৎসার বিষয়ে খোঁজ নেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

আমাদের ফেসবুক পেজ

সর্বাধিক পঠিত

প্রকাশক ও সম্পাদক : মোঃ ফেরদৌস ভূঁইয়া
মোবাইল : 01727493407
নির্বাহী সম্পাদক : আব্দুল হালিম জমাদ্দার
বার্তা সম্পাদক : মোঃ হাছান মাহামুদ
যুগ্ম সম্পাদক : মো:ইসমাইল খান 01711570608
সহ-যুগ্ম সম্পাদক : মো:খালিদ মাহমুদ 01722899624

ই-মেইল: dokhinersangbad@gmail.com
অফিস :নাসির সুপার মার্কেট পোর্ট রোড কেরামতিয়া মসজিদের বিপরীতে।

Design & Developed by
  সরবরাহ বাড়ায় বরিশালে দাম কমছে সবজির বাজারে। দখিনের সংবাদ   আজ মহান বিজয় দিবস, বিজয় নিশান ওড়ে বাংলার ঘরে ঘরে। দখিনের সংবাদ   উন্নয়নবিরোধীরা অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী। দখিনের সংবাদ   বরিশালে ঝেঁকে বসছে শীত, গরম কাপড়ের দোকানে ভিড় । দখিনের সংবাদ