|
বরিশালে অভিযানে নলছিটির ২ যুবক গ্রেফতার।
|
|
নিজস্ব প্রতিবেদক: ফ্রিল্যান্সিং এর অন্তরালে মাদকের সাথে জড়িত থাকায় নলছিটি পৌর এলাকার নান্দিকাঠী গ্রামের মনির হোসেনের ছেলে আহসান মোর্সেদ নাফি (২৪) ও মালিপুরের মোঃ আবদুস সত্তারের ছেলে আরিফুল ইসলাম (২৩)সহ মোট চার জনকে আটক করেছে বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বরিশাল জেলা কার্যালয়ের পরিদর্শক হাওলাদার মোঃ সিরাজুল ইসলাম জানান, মঙ্গলবার ২৪ ডিসেম্বর সকাল ৭ টায় গোপন সংবাদের ভিত্তিতে নগরীর রুপাতলি হাউজিং এলাকার একটি আবাসিক ভবনে অভিযান চালানো হয়। এ সময় ঐ ভবন থেকে ৭৮ পিচ ইয়াবাসহ নাফি, নিয়ামুল ও আরিফুলকে আটক করা হয়। এছাড়া পৃথক একটি অভিযানে নগরীর কেডিসি বালুর মাঠ এলাকা থেকে ৭৫০ গ্ৰাম গাঁজাসহ সবুজ খা’কে আটক করা হয়। পরিদর্শক সিরাজুল ইসলাম আরো জানান, |