|
চুয়াডাঙ্গায় ২ কোটি টাকার সোনার বারসহ গ্রেফতার ৩
চুয়াডাঙ্গায় ২ কোটি টাকার সোনার বারসহ গ্রেফতার ৩
|
|
চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন থেকে চুয়াডাঙ্গা-৬ বিজিবি প্রায় দুই কোটি টাকা মূল্যের ১৪টি স্বর্ণের বারসহ দর্শনার তিন পাচারকারীকে আটক করেছে। বুধবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান সংবাদ সম্মেলনের মাধ্যমে জানায় বিকেল ৫টার দিকে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়েছে।আটক ব্যক্তিরা হলেন- চুয়াডাঙ্গা জেলার দর্শনা শ্যামপুর গ্রামের মমিন মিয়ার দুই ছেলে জাকিরুল ইসলাম (২৮) ও রাজিবুল ইসলাম (২৫), একই এলাকার মুজিবুর রহমানের ছেলে সোলায়মান হোসেন (২২)। |