শুক্রবার ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বরগুনায় স্কুল দেয়ালে জয় বাংলা স্লোগান, মুছে দিল ছাত্রদল-যুবদল
বরগুনায় স্কুল দেয়ালে জয় বাংলা স্লোগান, মুছে দিল ছাত্রদল-যুবদল
প্রকাশ: ২৯ ডিসেম্বর, ২০২৪, ১১:৪৭ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরগুনায় স্কুল দেয়ালে জয় বাংলা স্লোগান, মুছে দিল ছাত্রদল-যুবদল
সংবাদটি শেয়ার করুন....

বরগুনা প্রতিনিধি ::: বরগুনার তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে চলছে জিয়া স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট। রাতের আঁধারে সেখানে মঞ্চের দেয়ালসহ বিভিন্ন স্থাপনায় আওয়ামীপন্থীরা লিখে রাখে জয় বাংলা স্লোগান। স্প্রে পেইন্ট ব্যবহার করে সেই স্লোগান মুছে দিয়েছে ছাত্রদল-যুবদলকর্মীসহ স্থানীয় জনতা।

শনিবার সকালে বিষয়টি দৃষ্টিগোচর হলে বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ওই বিদ্যালয়ের আওয়ামীপন্থী প্রধান শিক্ষক পরিমল চন্দ্র সরকার ও সহকারী শিক্ষক নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সাবেক ছাত্রলীগ নেতা জিয়াউল হক রুবেল মাস্টারের অপসারণের দাবিতে শহরে বিক্ষোভ মিছিল করেন।

জানা যায়, উপজেলার সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে জিয়া স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট চলছিল। ওই মাঠের এক প্রান্তে পাকা মঞ্চ ও বিদ্যালয়ের আশপাশের দেয়ালে জয় বাংলা স্লোগান লেখা দেখতে পেয়ে স্থানীয়রা ছাত্রদল ও যুবদল নেতাকর্মীদের জানায়। মুহূর্তের মধ্যে ওই সংবাদ ছড়িয়ে পড়লে উপজেলা বিএনপিসহ ছাত্র-জনতা স্কুল মাঠে জড়ো হয়ে জয় বাংলা স্লোগান মুছে দেয়।

উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম মামুন বলেন, স্কুল মাঠে ২৪ ডিসেম্বর থেকে জিয়া স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। এই খেলা বানচাল করতে রাতের আঁধারে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক স্কুলের বিভিন্ন দেয়ালে এসব উসকানিমূলক লেখা ও স্লোগান লিখেছে।

এ বিষয়ে সহকারী শিক্ষক জিয়াউল হক রুবেল বলেন, বর্তমানে স্কুল বন্ধ থাকায় আমি গত ১৯ ডিসেম্বর পাশের উপজেলা কলাপাড়ায় শ্বশুরবাড়িতে এসেছি। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা আমি কিছুই জানি না।

প্রধান শিক্ষক পরিমল চন্দ্র সরকার বলেন, বিষয়টি জেনে লেখা মুছে ফেলার ব্যবস্থা করেছি। আমি এ বিষয়ে জানি না। পরে যাতে এমন ঘটনা না ঘটে তার জন্য ব্যবস্থা নিচ্ছি। সিসি ক্যামেরা নষ্ট থাকায় কে বা করা ঘটনাটি ঘটিয়েছে তা বের করতে পারিনি। নাইটগার্ড স্কুলে এসেছেন তিনি রাত ১০টায়। এ ঘটনা তারও আগের।

উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালমা বলেন, জয় বাংলা লেখার বিষয়টি আমি অবহিত হয়ে দোষী ব্যক্তিদের খুঁজে বের করে আইনি ব্যবস্থা নেয়ার জন্য থানায় বলেছি। শিক্ষকদের ব্যাপারে ব্যবস্থা নিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে বলব।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

আমাদের ফেসবুক পেজ

সর্বাধিক পঠিত

প্রকাশক ও সম্পাদক : মোঃ ফেরদৌস ভূঁইয়া
মোবাইল : 01727493407
নির্বাহী সম্পাদক : আব্দুল হালিম জমাদ্দার
বার্তা সম্পাদক : মোঃ হাছান মাহামুদ
যুগ্ম সম্পাদক : মো:ইসমাইল খান 01711570608
সহ-যুগ্ম সম্পাদক : মো:খালিদ মাহমুদ 01722899624

ই-মেইল: dokhinersangbad@gmail.com
অফিস :নাসির সুপার মার্কেট পোর্ট রোড কেরামতিয়া মসজিদের বিপরীতে।

Design & Developed by
  সরবরাহ বাড়ায় বরিশালে দাম কমছে সবজির বাজারে। দখিনের সংবাদ   আজ মহান বিজয় দিবস, বিজয় নিশান ওড়ে বাংলার ঘরে ঘরে। দখিনের সংবাদ   উন্নয়নবিরোধীরা অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী। দখিনের সংবাদ   বরিশালে ঝেঁকে বসছে শীত, গরম কাপড়ের দোকানে ভিড় । দখিনের সংবাদ