|
বরিশালে রোগীর গায়ে ঝাপিয়ে পড়লেন চিকিৎসক!
বরিশালে রোগীর গায়ে ঝাপিয়ে পড়লেন চিকিৎসক!
|
|
নিজস্ব প্রতিবেদক ::: বরিশাল নগরীর ডিজিটাল ডায়াগনস্টিক ল্যাবে চিকিৎসক শফিকুল ইসলাম শফিকের বিরুদ্ধে তরুণী রোগীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে নগরীর বান্দ রোডে এই ঘটনা ঘটে। তবে এ ঘটনাকে রোগীর সঙ্গে ভুল বোঝাবুঝি বলে দাবি করেছেন অভিযুক্ত চিকিৎসক। ভুক্তভোগী তরুণী বলেন, পেটের ব্যথা নিয়ে গেলে ওই চিকিৎসক আমার পেটে হাত দেন। এ সময় শফিকুল আমার স্পর্শকাতর স্থানে হাত দেয়। তখন আমি চিৎকার দিলে গায়ের ওপর ঝাপিয়ে পড়েন ওই ব্যক্তি। আমার চিৎকার শুনে ডায়াগনস্টিক ল্যাবে উপস্থিত লোকজন চেম্বারে প্রবেশ করলে চিকিৎসক পালিয়ে যান। পরে ল্যাব কর্তৃপক্ষ বিষয়টিকে ধামাচাপা দিতে চেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ ওই তরুণীর। সংবাদ প্রকাশ না করার অনুরোধ জানিয়ে এ বিষয়ে ডা. শফিকুল ইসলাম বলেন, রোগীর সঙ্গে ভুল বোঝাবুঝি হয়েছে। এ সব অভিযোগ মিথ্যা। এ শ্লীলতাহানির অভিযোগের বিষয়ে ডিজিটাল ল্যাব কর্তৃপক্ষ বক্তব্য দিতে রাজি হয়নি। এ বিষয়ে বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, এই ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি |