শুক্রবার ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

চেতনানাশক খাইয়ে এক পরিবারের সর্বস্ব লুট,
চেতনানাশক খাইয়ে এক পরিবারের সর্বস্ব লুট,
প্রকাশ: ৩১ ডিসেম্বর, ২০২৪, ১১:৫৬ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

চেতনানাশক খাইয়ে এক পরিবারের সর্বস্ব লুট,
সংবাদটি শেয়ার করুন....

পটুয়াখালী প্রতিনিধি ::: পটুয়াখালীর কলাপাড়ায় খাবারের সাথে চেতনানাশক খাইয়ে দিয়ে এক পরিবারের সর্বস্ব লুটে নিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে ৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ভোররাতে কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামে আব্বাস হাওলাদারের বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়দের থেকে জানা যায়, সোমবার (৩০ ডিসেম্বর) রাত ১১টার দিকে আব্বাসের পরিবারের ৬ সদস্য খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। সকাল গড়িয়ে বেলা বাড়লেও কারো ঘুম না ভাঙায় প্রতিবেশিরা গিয়ে তাদের ঘুম ভাঙান। পরে ঘুম থেকে উঠে দেখতে পান, দুর্বৃত্তরা টিনের বেড়া কেটে ঘরে প্রবেশ করে ২ লাখ টাকা, ৩ ভরি স্বর্ণ ও ৫টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল লুটে নেয়। এ সময় ঘরের সদস্যরা গুরুতর অসুস্থ বোধ করলে প্রতিবেশিরা তাদের হাসপাতালে ভর্তি করে।

তাদের দাবি, সবার অজান্তে আগে ভাগে দুর্বৃত্তরা তাদের খাবারের সাথে চেতনানাশক মিশিয়ে এমন কাণ্ড ঘটিয়েছে।

গুরুতর অসুস্থ অবস্থায় থাকা আব্বাস হাওলাদার বলেন, রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছি। দরজা-জানলা সব বন্ধ ছিল। আমরা রাতে একেবারে অচেতন অবস্থায় ছিলাম। কারণ আগে থেকেই যে কেউ আমাদের খাবারের সাথে চেতনানাশক মিশিয়ে রেখেছে। পরে রাতে তারা বেড়ার টিন কেটে ঘরে প্রবেশ করে সবকিছু লুটে নিয়েছে।

কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম জানান, এ ঘটনায় অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

আমাদের ফেসবুক পেজ

সর্বাধিক পঠিত

প্রকাশক ও সম্পাদক : মোঃ ফেরদৌস ভূঁইয়া
মোবাইল : 01727493407
নির্বাহী সম্পাদক : আব্দুল হালিম জমাদ্দার
বার্তা সম্পাদক : মোঃ হাছান মাহামুদ
যুগ্ম সম্পাদক : মো:ইসমাইল খান 01711570608
সহ-যুগ্ম সম্পাদক : মো:খালিদ মাহমুদ 01722899624

ই-মেইল: dokhinersangbad@gmail.com
অফিস :নাসির সুপার মার্কেট পোর্ট রোড কেরামতিয়া মসজিদের বিপরীতে।

Design & Developed by
  সরবরাহ বাড়ায় বরিশালে দাম কমছে সবজির বাজারে। দখিনের সংবাদ   আজ মহান বিজয় দিবস, বিজয় নিশান ওড়ে বাংলার ঘরে ঘরে। দখিনের সংবাদ   উন্নয়নবিরোধীরা অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী। দখিনের সংবাদ   বরিশালে ঝেঁকে বসছে শীত, গরম কাপড়ের দোকানে ভিড় । দখিনের সংবাদ