শুক্রবার ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বরিশালে অর্থ আ*ত্মসা ও যৌ*ন হয়রা*নিসহ নানান অভিযোগে প্রধান শিক্ষকের পদত্যাগ দাবি
বরিশালে অর্থ আ*ত্মসা ও যৌ*ন হয়রা*নিসহ নানান অভিযোগে প্রধান শিক্ষকের পদত্যাগ দাবি
প্রকাশ: ২ জানুয়ারি, ২০২৫, ৬:৫৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশালে অর্থ আ*ত্মসা ও যৌ*ন হয়রা*নিসহ নানান অভিযোগে প্রধান শিক্ষকের পদত্যাগ দাবি
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ, অনৈতিক কার্যকলাপ, অনিয়ম দুর্নীতি ও যৌন হয়রানির অভিযোগ এনে বরিশালের শেরে বাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদের পদত্যাগ দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় নগরীর নতুল্লাবাদ বাস টার্মিনাল সংলগ্ন বিদ্যালয়ের সামনে সড়ক অবরোধ করে এ বিক্ষোভ করেন তারা।
পরে প্রধান শিক্ষকের কার্যালয়ে শিক্ষার্থীরা তালা ঝুলিয়ে স্কুল ত্যাগ করতে বাধ্য হয়। এরপর বিক্ষোভকারী শিক্ষার্থীরা বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সামনে গিয়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন।

বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী জুলিয়া আক্তার জানান, অনিয়ম-দুর্নীতি ও যৌন হয়রানির অভিযোগে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদকে বরখাস্ত করা হয়েছিল। পরে তিনি কোর্টের একটি অর্ডার নিয়ে পুনরায় বিদ্যালয়ে প্রবেশ করলে শিক্ষার্থীরা বাধা দেয়। এরপরেও বুধবার তিনি বহিরাগতদের নিয়ে বিদ্যালয়ে প্রবেশ করে পুনরায় ছাত্রীকে যৌন হয়রানি করে। আমরা এর প্রতিবাদে এবং তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছি।

বিদ্যালয়ের এক শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, প্রধান শিক্ষক হারুন অর রশিদ বিভিন্ন অভিযোগে বরখাস্ত হয়েছিল। তিনি আদালতের একটি নির্দেশনা নিয়ে যোগদান করতে আসলে বিভাগীয় কমিশনার পুনরায় আপিলের মাধ্যমে তার যোগদানে নিষেধাজ্ঞা দেয়। এরপর তিনি শিক্ষা বোর্ডকে ম্যানেজ করে এবং বহিরাগত কিছু লোকজনকে নিয়ে বিদ্যালয়ে প্রবেশ করেন। ওই সময় ছাত্রীরা বাধা দিলে ছাত্রীদের সঙ্গে বহিরাগত এবং প্রধান শিক্ষকের হাতাহাতি হয়। এতে কয়েকজন ছাত্রী শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছে।

 

এ বিষয়ে শেরে বাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ রশিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক ডক্টর ইউনুস আলী সিদ্দিকী বলেন, শেরে বাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয়টি নিয়ে ঝামেলা চলছে। শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ দিয়েছে আমার কাছে। বিষয়টি আমরা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

আমাদের ফেসবুক পেজ

সর্বাধিক পঠিত

প্রকাশক ও সম্পাদক : মোঃ ফেরদৌস ভূঁইয়া
মোবাইল : 01727493407
নির্বাহী সম্পাদক : আব্দুল হালিম জমাদ্দার
বার্তা সম্পাদক : মোঃ হাছান মাহামুদ
যুগ্ম সম্পাদক : মো:ইসমাইল খান 01711570608
সহ-যুগ্ম সম্পাদক : মো:খালিদ মাহমুদ 01722899624

ই-মেইল: dokhinersangbad@gmail.com
অফিস :নাসির সুপার মার্কেট পোর্ট রোড কেরামতিয়া মসজিদের বিপরীতে।

Design & Developed by
  সরবরাহ বাড়ায় বরিশালে দাম কমছে সবজির বাজারে। দখিনের সংবাদ   আজ মহান বিজয় দিবস, বিজয় নিশান ওড়ে বাংলার ঘরে ঘরে। দখিনের সংবাদ   উন্নয়নবিরোধীরা অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী। দখিনের সংবাদ   বরিশালে ঝেঁকে বসছে শীত, গরম কাপড়ের দোকানে ভিড় । দখিনের সংবাদ