|
বরিশালে দুদিন ধরে দেখা মিলছে না সূর্যের, শীতে কাহিল মানুষ
বরিশালে দুদিন ধরে দেখা মিলছে না সূর্যের, শীতে কাহিল মানুষ
|
|
নিজস্ব প্রতিবেদক ::: শীতে কাহিল হয়ে পড়েছে বরিশালের মানুষজন। গত ২৪ ঘণ্টায় জেলার তাপমাত্রা আরও কমে বেড়েছে শীতের তীব্রতা। কুয়াশার সঙ্গে হিমেল বাতাসে চরম বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। গত দুদিন ধরে দেখা মিলছে না সূর্যেরও। শুক্রবার (৩ জানুয়ারি) সকাল ৮টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। কনেকনে ঠান্ডায় শীত কষ্টে পড়েছে হতদরিদ্র, ছিন্নমূল ও স্বল্প আয়ের শ্রমজীবী মানুষেরা। জরুরি প্রয়োজন ছাড়া লোকজন ঘর থেকে বাইরে বের হচ্ছেন না। দিনের বেলা সূর্যের উত্তাপ না থাকায় হিমেল বাতাসে কনকনে ঠান্ডায় জবুথবু হয়ে পড়েছে সমগ্র জেলার মানুষ। এদিকে শীত নিবারনে কম্বল বরাদ্দ দিচ্ছে জেলা প্রশাসন। তা বিতরণ চলমান রয়েছে। |