শুক্রবার ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

এএসআইয়ের বিলাশবহুল বাড়ি, অবাক এলাকাবাসী
এএসআইয়ের বিলাশবহুল বাড়ি, অবাক এলাকাবাসী
প্রকাশ: ৮ জানুয়ারি, ২০২৫, ৩:০৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

এএসআইয়ের বিলাশবহুল বাড়ি, অবাক এলাকাবাসী
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক ::: বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের চরহোগলা গ্রামের বাসিন্দা তারেক গাজী ওরফে কামরুল। কর্মজীবনে বাংলাদেশ পুলিশে যোগদান করেন কনস্টেবল পদে। পরবর্তীতে এএসআই পদে উন্নীত হন। এরই মধ্যে তিনি হয়েছেন অঢেল সম্পদের মালিক।

সূত্রে জানা গেছে, এএসআই কামরুল বাংলাদেশ পুলিশ বাহিনীতে কনস্টেবল পদে যোগ দেন। কয়েক বছর পর এএসআই পদে পদোন্নতি লাভ করেন। সেখান থেকেই তার সম্পদ বৃদ্ধির শুরু। তবে তিনি কত সালে পুলিশ বাহিনীতে যোগদান করেছেন তা সুনির্দিষ্টভাবে জানা যায়নি। তিনি বর্তমানে ঢাকায় কর্মরত আছেন।

সূত্রে আরও জানা গেছে, এএসআই কামরুল নগরীর কাশিপুরের সুরভি পেট্রোল পাম্প সংলগ্ন শাহ পরান সড়ক এলাকায় প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে ৫তলা বাড়ি নির্মাণ করেছেন। এ ছাড়াও বিভিন্ন স্থানে নামে বেনামে রয়েছে তার আরও সম্পদ।

সরেজমিনে গিয়ে দেখা যায়- নগরীর কাশিপুরের সুরভি পেট্রোল পাম্প সংলগ্ন শাহ পরান সড়ক এলাকায় প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে ৫তলা বাড়ি নির্মাণ করেছেন। সেই ভবনের উপরে একটি ডিজিটাল সাইনবোর্ড টানানো রয়েছে। সেই সাইনবোর্ডে ২৪ ঘন্টাই বাড়ির ঠিকানা, মালিকের নাম ও আগতদের শুভেচ্ছা জানানো লেখা প্রদর্শন করা হচ্ছে। যেখানে বাড়ির মালিকের নাম হিসেবে তার স্ত্রী ইভার নাম প্রদর্শিত হচ্ছে।

একজন পুলিশের এএসআইয়ের এত অল্পসময়ে অঢেল সম্পদের মালিক বনে যাওয়ায় অবাক এলাকাবাসীও।

এ বিষয়ে এএসআই এএসআই কামরুলের সঙ্গে যোগাযোগ করা হলে প্রথমে তিনি অভিযোগের বিষয়ে এড়িয়ে যান। পরবর্তীতে তিনি বলেন- আমার সম্পদের কাগজপত্র বরিশাল প্রেসক্লাবের সাধারন সম্পাদক এসএম জাকির ভাইয়ের কাছে রয়েছে, আপনি চাইলে তার কাছে গিয়ে দেখে নিতে পারেন। আপনি কোথার সাংবাদিক, আপনার কার্ড পাঠান আমাকে। আমি জাকির ভাইর সাথে কথা বলছি।’




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

আমাদের ফেসবুক পেজ

সর্বাধিক পঠিত

প্রকাশক ও সম্পাদক : মোঃ ফেরদৌস ভূঁইয়া
মোবাইল : 01727493407
নির্বাহী সম্পাদক : আব্দুল হালিম জমাদ্দার
বার্তা সম্পাদক : মোঃ হাছান মাহামুদ
যুগ্ম সম্পাদক : মো:ইসমাইল খান 01711570608
সহ-যুগ্ম সম্পাদক : মো:খালিদ মাহমুদ 01722899624

ই-মেইল: dokhinersangbad@gmail.com
অফিস :নাসির সুপার মার্কেট পোর্ট রোড কেরামতিয়া মসজিদের বিপরীতে।

Design & Developed by
  সরবরাহ বাড়ায় বরিশালে দাম কমছে সবজির বাজারে। দখিনের সংবাদ   আজ মহান বিজয় দিবস, বিজয় নিশান ওড়ে বাংলার ঘরে ঘরে। দখিনের সংবাদ   উন্নয়নবিরোধীরা অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী। দখিনের সংবাদ   বরিশালে ঝেঁকে বসছে শীত, গরম কাপড়ের দোকানে ভিড় । দখিনের সংবাদ