শুক্রবার ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়েছে ১৯৫ মণ ইলিশ, ৪০ লাখ টাকায় বিক্রি
কুয়াকাটায় জেলের জালে ধরা পড়েছে ১৯৫ মণ ইলিশ, ৪০ লাখ টাকায় বিক্রি
প্রকাশ: ১০ জানুয়ারি, ২০২৫, ৫:০০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়েছে ১৯৫ মণ ইলিশ, ৪০ লাখ টাকায় বিক্রি
সংবাদটি শেয়ার করুন....

কুয়াকাটা প্রতিনিধি ::: পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে এখলাস মাঝি নামে এক জেলের জালে ধরা পড়েছে ১৯৫ মণ ইলিশ। সেই ইলিশ ৪০ লাখ ১৪ হাজার টাকায় বিক্রি হয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে নিলামের মাধ্যমে এ মাছ বিক্রি হয়।

এর আগে, গতকাল বৃহস্পতিবার (৯ জানুয়ারি) মাছ নিয়ে গভীর সাগর থেকে তীরে ফেরেন জেলেরা। গত মঙ্গলবার ও বুধবার কুয়াকাটা থেকে পূর্ব-দক্ষিণ দিকে ৯০ কিলোমিটার গভীর সমুদ্রে জেলের জালে ইলিশ ধরা পড়ে।

জেলে ও মৎস্য ব্যবসায়ীরা জানান, গত ৬ জানুয়ারি ১৭ জন জেলে ও ‘এফবি বিসমিল্লাহ-১’ নামে ট্রলার নিয়ে গভীর সমুদ্রে মাছ শিকারে যান এখলাস মাঝি। তিনদিন সমুদ্রে জাল ফেলে মাছ ধরেন তিনি ও তার জেলেরা। গতকাল বৃহস্পতিবার আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে এসে তিন সাইজের ইলিশ আলাদা করেন তারা।

শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত নিলামের মাধ্যমে ৬০০ গ্রাম থেকে ৮০০ গ্রাম ওজনের ইলিশ প্রতিমণ ৪০ হাজার টাকা, ৪০০ গ্রাম থেকে ৫০০ গ্রাম ওজনের প্রতিমণ ইলিশ ২৫ হাজার টাকা এবং ছোট সাইজের প্রতিমণ ইলিশ ১৫ হাজার টাকা দরে বিক্রি করেন তারা। অন্যান্য বিভিন্ন প্রজাতির মাছ ৫৪ হাজার টাকায় বিক্রি হয়। সব মিলিয়ে ৪০ লাখ ১৪ হাজার টাকার মাছ বিক্রি হয়েছে।

ট্রলারের মাঝি এখলাস গাজী বলেন, গত রবিবার আলীপুর ঘাট থেকে ১৭ জন জেলে সমুদ্রে যাই। ফিশিং করতে করতে গভীর সমুদ্রে জাল ফেলে মাছগুলো পেয়েছি। ১৯৫ মণ ইলিশ ধরা পড়েছে। বর্তমানে সমুদ্রে মাছ ধরা পড়েছে না‌। এর মধ্যেও আল্লাহ মাছ দিয়েছেন। এজন্য শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ।

এফবি বিসমিল্লাহ-১ ট্রলারের মালিক খলিলুর রহমান খান বলেন, অনেক দিন ধরে সাগরে খুব কম মাছ ধরা পড়ছে। আমাদের লোকসান গুণতে হচ্ছিল। এই মাছ বিক্রি করে পেছনের লোকসান কিছুটা কাটিয়ে উঠতে পারব।

কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, আশা করছি শীত কিছুটা কমলে অধিকাংশই জেলের জালে ইলিশ ধরা পড়বে। জেলেদের গভীর সমুদ্রে বড় ফাঁসের লম্বা জাল ফেলার পরামর্শ দিচ্ছি।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

আমাদের ফেসবুক পেজ

সর্বাধিক পঠিত

প্রকাশক ও সম্পাদক : মোঃ ফেরদৌস ভূঁইয়া
মোবাইল : 01727493407
নির্বাহী সম্পাদক : আব্দুল হালিম জমাদ্দার
বার্তা সম্পাদক : মোঃ হাছান মাহামুদ
যুগ্ম সম্পাদক : মো:ইসমাইল খান 01711570608
সহ-যুগ্ম সম্পাদক : মো:খালিদ মাহমুদ 01722899624

ই-মেইল: dokhinersangbad@gmail.com
অফিস :নাসির সুপার মার্কেট পোর্ট রোড কেরামতিয়া মসজিদের বিপরীতে।

Design & Developed by
  সরবরাহ বাড়ায় বরিশালে দাম কমছে সবজির বাজারে। দখিনের সংবাদ   আজ মহান বিজয় দিবস, বিজয় নিশান ওড়ে বাংলার ঘরে ঘরে। দখিনের সংবাদ   উন্নয়নবিরোধীরা অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী। দখিনের সংবাদ   বরিশালে ঝেঁকে বসছে শীত, গরম কাপড়ের দোকানে ভিড় । দখিনের সংবাদ