|
নীতিমালা তোয়াক্কা না করে সড়কে বসানো হলো নলকূপ, সরঞ্জামাদি জব্দ করলো সিটি করপোরেশন।
নীতিমালা তোয়াক্কা না করে সড়কে বসানো হলো নলকূপ, সরঞ্জামাদি জব্দ করলো সিটি করপোরেশন।
|
|
দখিনের সংবাদ ডেক্স ::: // বরিশাল নগরীর ৯নং ওয়ার্ড পদ্মাবতী সড়ক দখল নিয়ে বসানো হচ্ছে নলকূপ (ডিপ টিউবওয়েল), অভিযান চালিয়ে সরঞ্জামাদি জব্দ করেছেন সিটি করপোরেশন। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাতে সিটি করপোরেশন প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী ও পানি শাখার দায়িত্বপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী কর্মকর্তা. মোঃ ওমর ফারুখের নির্দেশে পানি শাখার একটি দল এ অভিযান পরিচালনা করে। এ বিষয় প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী বলেন, আমি নিয়মবিধি অমান্য করে সড়কের মধ্যে নলকূপ (ডিপ টিউবওয়েল) বসানোর সংবাদ পেয়ে পানি শাখার নির্বাহী প্রকৌশলী কর্মকর্তা মোঃ ওমর ফারুখকে অবহিত করি। সে ব্যবস্থা গ্রহণ করেছে। নলকূপ (ডিপ টিউবওয়েল) বসানোর অনুমতির বিষয়টি জানতে চাইলে পানি শাখার কর্মকর্তার কাছে যোগাযোগ করতে বলেন। এ বিষয় পানি শাখার কর্মকর্তা মোঃ ওমর ফারুখকে একাধিক বার মুঠোফোনে যোগাযোগ করা সত্ত্বেও তাকে ফোনে পাওয়া যায়নি। |