|
বরিশালে লম্পটের ধর্ষণে অন্তঃসত্ত্বা প্রবাসীর স্ত্রী
বরিশালে লম্পটের ধর্ষণে অন্তঃসত্ত্বা প্রবাসীর স্ত্রী
|
|
উজিরপুর প্রতিনিধি ::: বরিশাল জেলার উজিরপুর উপজেলার জল্লায় প্রবাসীর স্ত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এতে ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। ধর্ষণের ঘটনায় উজিরপুর মডেল থানায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করেছে ওই অসহায় নারী। মামলা ও ভুক্তভোগী সূত্রে জানা যায়- উপজেলার জল্লা ইউনিয়নের ৯নং ওয়ার্ড বাহেরঘাট গ্রামের মৃত ফকর উদ্দিন সরদারের মেয়ের সাথে ২ বছর পূর্বে শোলক ইউনিয়নের পূর্ব ধামুরা গ্রামের আব্দুর রহমান ঘরামীর ছেলে ছাদেক ঘরামীর সাথে সামাজিক ভাবে বিবাহ হয়। তাদের দাম্পত্য জীবনে ইয়াসিন নামের এক বছর বয়সী একটি পুত্র সন্তান রয়েছে। বিয়ের ৬ মাস পরে তার স্বামী ছাদেক ঘরামী সৌদি আরবে গমন করেন। এ সুযোগে জল্লা ৭নং ওয়ার্ডের মৃত আবু মুছা হাওলাদারের ছেলে লম্পট সোহেল হাওলাদার (৪০) ওই গৃহবধূকে ঘরে একা পেয়ে প্রথমে জোরপূর্বক ধর্ষণ করে। এরপর বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন স্থানে নিয়ে প্রবাসীর স্ত্রীকে একাধিকবার ধর্ষণ করে। এতে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। কোন উপায়ন্তর না পেয়ে গৃহবধূ অচিরেই তাকে বিয়ের কথা বললে লম্পট সোহেল হাওলাদার তালবাহানা শুরু করে এবং বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দেয়। এ ঘটনায় জুলিয়া খানম বাদী হয়ে অভিযুক্ত সোহেল হাওলাদারের বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। এ ঘটনা এলাকায় চাউর হলে ধর্ষক পালিয়ে যায়। এ ব্যাপারে সরেজমিনে গেলে ধর্ষককে পাওয়া যায়নি। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান- আসামিকে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। এদিকে অচিরেই গ্রেফতার পূর্বক ওই ধর্ষকের ফাঁসির দাবি জানিয়ে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী অসহায় নারী ও এলাকাবাসী। |