বৃহস্পতিবার ২০শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   বৃহস্পতিবার ২০শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বরিশাল নগরীতে সড়ক দু.র্ঘ.টনায় প্রা.ণ গেল ১০ বছর বয়সী এক শিশুর
বরিশাল নগরীতে সড়ক দু.র্ঘ.টনায় প্রা.ণ গেল ১০ বছর বয়সী এক শিশুর
প্রকাশ: ২২ জানুয়ারি, ২০২৫, ১:১৫ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশাল নগরীতে সড়ক দু.র্ঘ.টনায়  প্রা.ণ গেল ১০ বছর বয়সী এক শিশুর
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল নগরীর বিএম কলেজ সংলগ্ন সড়কে মর্মান্তিক দুর্ঘটনায় জান্নাতুল মাওয়া নামে ১০ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে সরকারি ব্রজমোহন বিএম কলেজের শিক্ষার্থীরা।

বুধবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে বেলা সাড়ে ৩টার দিকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা নিরাপদ সড়কসহ ৭টি দাবি জানান।

নিহত জান্নাত পটুয়াখালী সদর উপজেলার বাসিন্দা মো. নিজামের মেয়ে। তারা বরিশাল নগরীর বিএম কলেজ রোড এলাকায় বেড়াতে এসেছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, জান্নাত তার পরিবারের সঙ্গে বরিশালে বেড়াতে এসেছিল। সকাল ১১টার দিকে জান্নাত ও তার একজন সহপাঠী দোকান থেকে চিপস কিনে রাস্তা পার হচ্ছিল। এ সময় কলেজ সংলগ্ন সড়কে দ্রুতগতির একটি হলুদ অটোরিক্সা নিয়ন্ত্রণ হারিয়ে জান্নাতকে চাপা দেয়। ঘটনার পরপরই অটোরিক্সার চালক পালিয়ে যায়। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

কোতোয়ালী মডেল থানার (ভারপ্রাপ্ত) কর্মকতা ওসি মো মিজানুর রহমান জানান, শিশুটির মৃত্যুর ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অটোটি জব্দ করেছে। চালককে গ্রেফতার করার জন্য আমরা দ্রুত ব্যবস্থা নিচ্ছি। সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সচেতন হতে হবে।

দুর্ঘটনায় শিশুটির মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জান্নাতের লাশ বর্তমানে শেবাচিম হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

 




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

আমাদের ফেসবুক পেজ

সর্বাধিক পঠিত

প্রকাশক ও সম্পাদক : মোঃ ফেরদৌস ভূঁইয়া
মোবাইল : 01727493407
নির্বাহী সম্পাদক : আব্দুল হালিম জমাদ্দার
বার্তা সম্পাদক : মোঃ হাছান মাহামুদ
যুগ্ম সম্পাদক : মো:ইসমাইল খান 01711570608
সহ-যুগ্ম সম্পাদক : মো:খালিদ মাহমুদ 01722899624

ই-মেইল: dokhinersangbad@gmail.com
অফিস :নাসির সুপার মার্কেট পোর্ট রোড কেরামতিয়া মসজিদের বিপরীতে।

Design & Developed by
  সরবরাহ বাড়ায় বরিশালে দাম কমছে সবজির বাজারে। দখিনের সংবাদ   আজ মহান বিজয় দিবস, বিজয় নিশান ওড়ে বাংলার ঘরে ঘরে। দখিনের সংবাদ   উন্নয়নবিরোধীরা অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী। দখিনের সংবাদ   বরিশালে ঝেঁকে বসছে শীত, গরম কাপড়ের দোকানে ভিড় । দখিনের সংবাদ