বৃহস্পতিবার ২০শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   বৃহস্পতিবার ২০শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

১০ কিলোমিটার ধাওয়া করে ডাকাত ধরলো পুলিশ
১০ কিলোমিটার ধাওয়া করে ডাকাত ধরলো পুলিশ
প্রকাশ: ২৩ জানুয়ারি, ২০২৫, ৮:১১ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

১০ কিলোমিটার ধাওয়া করে ডাকাত ধরলো পুলিশ
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেস্ক ::: খুলনার সোনাডাঙ্গায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের প্রধান ও তার সহযোগীকে আটক করেছে খুলনা মেট্রোপলিটনের সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ।

বুধবার (২২ জানুয়ারি) রাত সাড়ে ১১টার ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় অভিযান চালালে পালানোর সময় ১০ কিলোমিটার ধাওয়া করে ডাকাতদল প্রধান মিজান ও তার সহযোগী ইমাদকে আটক করা হয়। এসময় তাদের থেকে দেশীয় অস্ত্র, ডাকাতির সরঞ্জাম ও একটি ট্রাক জব্দ করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ডাকাতদলের সদস্যরা একটি ট্রাক ও অস্ত্রশস্ত্র নিয়ে সোনাডাঙ্গা ময়ূর ব্রিজ এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতদল পিকআপ ভ্যানে জিরোপয়েন্ট হয়ে রূপসা ব্রিজের দিকে যেতে থাকে। এসময় পুলিশের একটি দল তাদের পিছু নেয়। ডাকাতদল বিষয়টি টের পেলে রূপসা ব্রিজ টোলে না থেমে টোল প্লাজার বেরিকেট ভেঙ্গে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

পরে রূপসা থানাধীন কুদির বটতলা এলাকায় আটকের চেষ্টা করলে পুলিশের ওপর হামলা করে ডাকাতরা। একপর্যায়ে ডাকাতদের দুজনকে পুলিশ আটক করে। অন্যরা পালিয়ে যায়। আটকদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে রাখা হয়েছে।

সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ডাকাত চক্রটি খুলনাসহ আশপাশের বিভিন্ন জেলায় ডাকাতি করে। ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে অভিযান চালাই। পালানোর সময় প্রায় ১০ কিলোমিটার ধাওয়া করে চক্রটির প্রধানকে ধরতে সক্ষম হয়েছি। তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

আমাদের ফেসবুক পেজ

সর্বাধিক পঠিত

প্রকাশক ও সম্পাদক : মোঃ ফেরদৌস ভূঁইয়া
মোবাইল : 01727493407
নির্বাহী সম্পাদক : আব্দুল হালিম জমাদ্দার
বার্তা সম্পাদক : মোঃ হাছান মাহামুদ
যুগ্ম সম্পাদক : মো:ইসমাইল খান 01711570608
সহ-যুগ্ম সম্পাদক : মো:খালিদ মাহমুদ 01722899624

ই-মেইল: dokhinersangbad@gmail.com
অফিস :নাসির সুপার মার্কেট পোর্ট রোড কেরামতিয়া মসজিদের বিপরীতে।

Design & Developed by
  সরবরাহ বাড়ায় বরিশালে দাম কমছে সবজির বাজারে। দখিনের সংবাদ   আজ মহান বিজয় দিবস, বিজয় নিশান ওড়ে বাংলার ঘরে ঘরে। দখিনের সংবাদ   উন্নয়নবিরোধীরা অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী। দখিনের সংবাদ   বরিশালে ঝেঁকে বসছে শীত, গরম কাপড়ের দোকানে ভিড় । দখিনের সংবাদ