|
নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি গ্রেফতার
নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি গ্রেফতার
|
|
অনলাইন ডেস্ক::: নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি মশিউর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২২ জানুয়ারি) রাতে রাজধানীর সায়েন্স ল্যাবের বিসিএসআইআরের সামনে থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসীন উদ্দিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন, মশিউর রহমানের বিরুদ্ধে নিউমার্কেট থানা, শাহবাগ থানা ও ধানমন্ডি থানায় একটি করে মামলা রয়েছে। তিনি আরও বলেন, তার বিরুদ্ধে জুলাই ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় মামলা এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার মামলা রয়েছে। গ্রেফতার মশিউর রহমানকে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হবে বলেও জানান নিউ মার্কেট থানার ওসি। |