বৃহস্পতিবার ২০শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   বৃহস্পতিবার ২০শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

পদায়নের ১৫ দিনের মাথায় বরিশাল শিক্ষা বোর্ডের সচিব পদে রদবদল
পদায়নের ১৫ দিনের মাথায় বরিশাল শিক্ষা বোর্ডের সচিব পদে রদবদল
প্রকাশ: ২৬ জানুয়ারি, ২০২৫, ২:৪২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

পদায়নের ১৫ দিনের মাথায় বরিশাল শিক্ষা বোর্ডের সচিব পদে রদবদল
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক ::: পদায়নের ১৫ দিনের মাথায় এবার সরানো হলো বরিশাল শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক ড. মাহমুদুল ইসলামকে। তার স্থলে নতুন সচিব পদে পদায়ন পেয়েছেন অধ্যাপক ড. ফাতেমা হেরেন।

রবিবার মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মো: মাহবুব আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। এরআগে গত ৯ জানুয়ারি ২০২৫ খ্রিষ্টাব্দে বরিশাল শিক্ষা বোর্ডের সচিব সোমনাথ মন্ডলকে হবিগঞ্জের বিন্দাবন সরকারি কলেজে বদলি করে এই পদে বরিশালের সরকারি ব্রজমোহন কলেজের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোঃ মাহমুদুল ইসলামকে পদায়ন করে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়।

বরিশাল শিক্ষা বোর্ডের নতুন সচিব পদে পদায়ন পাওয়া অধ্যাপক ড. ফাতেমা হেরেন (ইতিহাস) বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ১৬ ব্যাচের কর্মকর্তা। তিনি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সংযুক্ত কর্মকর্তা এবং পটুয়াখালীর সরকারি মোজাহার উদ্দিন ডিগ্রী কলেজের অধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন। তার আগে তিনি সরকারি ব্রজমোহন কলেজের উপাধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন।

এরআগে ২৪ জুলাই গণঅভ্যুত্থানে বিতর্কিত ভূমিকার কারণে শিক্ষার্থীদের দাবির মুখে বগুড়া আজিজুল হক কলেজের অধ্যক্ষ অধ্যাপক খোন্দকার কামাল হাসানকে গত বছরের ২৯ অক্টোবর মাউশিতে ওএসডি করে শিক্ষা মন্ত্রণালয়। ওএসডি থাকা অবস্থায় বিতর্কিত এই কর্মকর্তাকে গত ২ জানুয়ারি ২০২৫ খ্রি. যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পদে পদায়ন করে প্রজ্ঞাপন জারি করা হয়। বিষয়টি নিয়ে তুমুল বিতর্কের জন্ম দেয় শিক্ষা ক্যাডার কর্মকর্তা ও বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের মাঝে। বিতর্কের মুখে শিক্ষা বোর্ডটিতে যোগদানের ঠিক ১০ দিনের মাথায় গত ১৯ জানুয়ারি তাকে মাউশিতে ওএসডি করা হয়। তবে কি কারণে পদায়নের মাত্র ১৫ দিনের মাথায় অধ্যাপক ড. মাহমুদুল ইসলামকে সচিব পদ থেকে বদলি করা হলো তা জানা যায়নি।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

আমাদের ফেসবুক পেজ

সর্বাধিক পঠিত

প্রকাশক ও সম্পাদক : মোঃ ফেরদৌস ভূঁইয়া
মোবাইল : 01727493407
নির্বাহী সম্পাদক : আব্দুল হালিম জমাদ্দার
বার্তা সম্পাদক : মোঃ হাছান মাহামুদ
যুগ্ম সম্পাদক : মো:ইসমাইল খান 01711570608
সহ-যুগ্ম সম্পাদক : মো:খালিদ মাহমুদ 01722899624

ই-মেইল: dokhinersangbad@gmail.com
অফিস :নাসির সুপার মার্কেট পোর্ট রোড কেরামতিয়া মসজিদের বিপরীতে।

Design & Developed by
  সরবরাহ বাড়ায় বরিশালে দাম কমছে সবজির বাজারে। দখিনের সংবাদ   আজ মহান বিজয় দিবস, বিজয় নিশান ওড়ে বাংলার ঘরে ঘরে। দখিনের সংবাদ   উন্নয়নবিরোধীরা অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী। দখিনের সংবাদ   বরিশালে ঝেঁকে বসছে শীত, গরম কাপড়ের দোকানে ভিড় । দখিনের সংবাদ