বৃহস্পতিবার ২০শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   বৃহস্পতিবার ২০শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বরিশাল থেকে ১৫টি রুটের বাস চলাচল বন্ধ, যাত্রীদের চরম ভোগান্তি
বরিশাল থেকে ১৫টি রুটের বাস চলাচল বন্ধ, যাত্রীদের চরম ভোগান্তি
প্রকাশ: ২৯ জানুয়ারি, ২০২৫, ১:৩২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশাল থেকে ১৫টি রুটের বাস চলাচল বন্ধ, যাত্রীদের চরম ভোগান্তি
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক ::: নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বরিশাল রূপাতলী বাস টার্মিনাল থেকে ১৫টি রুটে বাস ধর্মঘট শুরু করেছেন পরিবহনশ্রমিকেরা। এতে বরিশাল থেকে দক্ষিণের জেলাগুলোর বাস যোগাযোগ বন্ধ হয়ে গেছে। যাত্রীরা মারাত্মক দুর্ভোগে পড়েছেন। আজ বুধবার সকাল ছয়টা থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করে পরিবহন-মালিক শ্রমিক ঐক্য পরিষদ।

গতকাল মঙ্গলবার নগরের রূপাতলী বাস টার্মিনাল এলাকায় সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের এক ছাত্রীকে হেনস্তা করার অভিযোগ ওঠে বাসশ্রমিকদের বিরুদ্ধে। এ খবর পেয়ে বিকেলে কলেজের শিক্ষার্থীরা সেখানে যান এবং সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বাস টার্মিনাল এলাকায় সড়ক অবরোধ করেন। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা একটি বাসে ভাঙচুরের চালান বলে অভিযোগ করেন শ্রমিকেরা।

বিক্ষুব্ধ শিক্ষার্থীদের অভিযোগ, গতকাল দুপুরে ব্রজমোহন কলেজের এক ছাত্রী ঝালকাঠি থেকে তাওহিদ ক্ল্যাসিক পরিবহন নামের একটি বাসে বরিশালে আসছিলেন। তিনি শিক্ষার্থী হাওয়ায় অর্ধেক ভাড়া নিতে বললে বাসচালকের সহকারী তাঁর সঙ্গে তর্কাতর্কিতে জড়ান এবং একপর্যায়ে ওই ছাত্রীকে মাঝপথে নামিয়ে দেন। পরে কলেজের কয়েকজন ছাত্র প্রতিনিধি বিষয়টি মীমাংসার জন্য রূপাতলী গেলে তাঁদের ওপর হামলা করা হয়। এ ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা বাসটি ভাঙচুর করেন এবং সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

সরকারি ব্রজমোহন কলেজের শিক্ষার্থী সাব্বির আহমেদ বলেন, ‘শিক্ষার্থী লাঞ্ছনার খবর পেয়ে আমরা সড়ক অবরোধ করে শান্তিপূর্ণ কর্মসূচি করছিলাম। এ বিষয়ে বাস টার্মিনাল-সংশ্লিষ্ট কেউ আমাদের সঙ্গে কোনো কথা বলেননি। উল্টো শ্রমিকেরা ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে আমাদের ধাওয়া দেন। এর আগে আমাদের তিন শিক্ষার্থীকে মারধর করা হয়েছে।’

আজ সকালে বাস টার্মিনালের কয়েকজন শ্রমিক বলেন, বাস ভাঙচুরের সময় তাঁদের মারধর করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়ে তাঁরা এ ধর্মঘট শুরু করেছেন। তাঁরা বলেন, তাঁদের জীবনের কোনো নিরাপত্তা নেই। বিভিন্ন সময় তাঁদের মারধর করা, বাস ভাঙচুর করা হচ্ছে। এভাবে সড়কে বাস চালানো আতঙ্কের। তাই যতক্ষণ পর্যন্ত নিরাপত্তা নিশ্চিত না করা হবে, ততক্ষণ পর্যন্ত ধর্মঘট চালিয়ে যাবেন।

ধর্মঘটের কারণে বিপাকে পড়েছেন দূরদূরান্তের যাত্রীরা। আজ সকাল থেকে বাসস্ট্যান্ডে এসে বাস না পাওয়ায় বিকল্প যানে গন্তব্যে যেতে হচ্ছে তাঁদের। আর এ সুযোগে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে সিএনজি, মাহিন্দ্রা ও অটোচালকদের বিরুদ্ধে।

যাত্রীরা বলছেন, বাস বন্ধ থাকায় সাধারণ যাত্রীদের জিম্মি করে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে। দ্রুত বিষয়টি সমাধান না করলে দুর্ভোগ আরও বাড়বে। আবুল কালাম নামের এক যাত্রী বলেন, বরগুনার বামনা যাওয়ার জন্য তিনি বাস টার্মিনালে এসে দেখেন ধর্মঘট। তিনি চিকিৎসার জন্য গতকাল সকালে বরিশাল এসেছিলেন। কিন্তু বাস না চলায় বিকল্প যানে ভেঙে ভেঙে তাঁকে গন্তব্যে যেতে হচ্ছে। এতে অতিরিক্ত সময়, অর্থের পাশাপাশি চরম ভোগান্তি হবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

আমাদের ফেসবুক পেজ

সর্বাধিক পঠিত

প্রকাশক ও সম্পাদক : মোঃ ফেরদৌস ভূঁইয়া
মোবাইল : 01727493407
নির্বাহী সম্পাদক : আব্দুল হালিম জমাদ্দার
বার্তা সম্পাদক : মোঃ হাছান মাহামুদ
যুগ্ম সম্পাদক : মো:ইসমাইল খান 01711570608
সহ-যুগ্ম সম্পাদক : মো:খালিদ মাহমুদ 01722899624

ই-মেইল: dokhinersangbad@gmail.com
অফিস :নাসির সুপার মার্কেট পোর্ট রোড কেরামতিয়া মসজিদের বিপরীতে।

Design & Developed by
  সরবরাহ বাড়ায় বরিশালে দাম কমছে সবজির বাজারে। দখিনের সংবাদ   আজ মহান বিজয় দিবস, বিজয় নিশান ওড়ে বাংলার ঘরে ঘরে। দখিনের সংবাদ   উন্নয়নবিরোধীরা অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী। দখিনের সংবাদ   বরিশালে ঝেঁকে বসছে শীত, গরম কাপড়ের দোকানে ভিড় । দখিনের সংবাদ