বৃহস্পতিবার ২০শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   বৃহস্পতিবার ২০শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

পিরোজপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ৩ নেতা-কর্মী আহত, আটক ১
পিরোজপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ৩ নেতা-কর্মী আহত, আটক ১
প্রকাশ: ২৯ জানুয়ারি, ২০২৫, ১:৩৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

পিরোজপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ৩ নেতা-কর্মী আহত, আটক ১
সংবাদটি শেয়ার করুন....

পিরোজপুর প্রতিনিধি ::: পিরোজপুরে দুই গ্রুপের সংঘর্ষে বিএনপির তিন নেতা-কর্মী আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে শহরের পুরোনো বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এটিকে হামলা উল্লেখ করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের স্থানীয় পর্যায়ের কর্মীদের দায়ী করেছে জেলা বিএনপি। এ ঘটনায় জড়িত সন্দেহে রাকিব নামের এক তরুণকে আটক করেছে পুলিশ।

আহতরা হলেন- পিরোজপুর পৌর ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান (২৪) ও কর্মী কে এম ফেরদৌস বাপ্পী শেখ (২২) এবং পৌর কৃষক দলের সহ-সভাপতি শাহীন গাজী (৫৪)। তাঁদের মধ্যে ফেরদৌসের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম বলেন, আগে থেকে দুই পক্ষের মধ্যে ঝামেলা ছিল। এর জেরে গতকাল সন্ধ্যায় পুরোনো বাসস্ট্যান্ড এলাকায় কথা-কাটাকাটির এক পর্যায়ে রাকিব নামের এক তরুণ ব্লেড দিয়ে এলোপাতাড়ি পোচ দিতে থাকে। যাঁদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে, তাঁরা সবাই একই এলাকার বাসিন্দা। ঘটনাটি নিজেদের মধ্যে মিটিয়ে নেওয়া যেত। কিন্তু তা না করে এ ঘটনা ঘটালেন তাঁরা।

অন্যদিকে আহত অবস্থায় মেহেদী হাসান দাবি করেন, ‘কয়েক দিন ধরে পিরোজপুরের বিভিন্ন দেয়ালে ছাত্রলীগের কর্মীরা “জয়বাংলা” স্লোগান লিখছিল। আজ সন্ধ্যার পর পুরোনো স্ট্যান্ড এলাকায় ছাত্রলীগের কর্মীরা একত্র হচ্ছে, এমন খবরে আমরা পৌর ছাত্রদলের কর্মীরা সেখানে যাই। সেখানে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রায় ৩০ জনের মতো ছাত্রলীগ কর্মী আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। আমাদের ওপর সার্জিক্যাল ব্লেড নিয়ে হামলা করা হয়েছিল।’

হামলার পেছনে ছাত্রলীগ ও আওয়ামী লীগকে ইঙ্গিত করে জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন বলেন, ‘গত পাঁচ আগস্টের আগে যারা আমাদের ওপর হামলা চালিয়েছিল, তারাই আবার সক্রিয় হয়ে উঠেছে। আজ (গতকাল) আমাদের ছাত্রদলের কর্মীদের ওপর আবার তারাই হামলা করেছে।’

তবে এ ঘটনার সঙ্গে ছাত্রলীগের কেউ জড়িত নয় বলে দাবি করেছেন জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ। তিনি বলেন, এটি ছাত্রদলের নেতা-কর্মীদের অভ্যন্তরীণ কোন্দল। ছাত্রলীগের কর্মীরা বর্তমানে এলাকায় নেই। এ ছাড়া সংগঠনটির সঙ্গে রাকিব নামের ওই তরুণের কোনো সম্পর্ক নেই।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুস সোবাহান বলেন, ‘দুই পক্ষের মধ্যে ঠিক কী কারণে এ ঘটনা ঘটছে, তা আমরা তদন্ত করে দেখছি। ইতিমধ্যে রাকিব নামের একজনকে আটক করা হয়েছে। তাঁর রাজনৈতিক পরিচয় নিশ্চিত করা যায়নি।’




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

আমাদের ফেসবুক পেজ

সর্বাধিক পঠিত

প্রকাশক ও সম্পাদক : মোঃ ফেরদৌস ভূঁইয়া
মোবাইল : 01727493407
নির্বাহী সম্পাদক : আব্দুল হালিম জমাদ্দার
বার্তা সম্পাদক : মোঃ হাছান মাহামুদ
যুগ্ম সম্পাদক : মো:ইসমাইল খান 01711570608
সহ-যুগ্ম সম্পাদক : মো:খালিদ মাহমুদ 01722899624

ই-মেইল: dokhinersangbad@gmail.com
অফিস :নাসির সুপার মার্কেট পোর্ট রোড কেরামতিয়া মসজিদের বিপরীতে।

Design & Developed by
  সরবরাহ বাড়ায় বরিশালে দাম কমছে সবজির বাজারে। দখিনের সংবাদ   আজ মহান বিজয় দিবস, বিজয় নিশান ওড়ে বাংলার ঘরে ঘরে। দখিনের সংবাদ   উন্নয়নবিরোধীরা অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী। দখিনের সংবাদ   বরিশালে ঝেঁকে বসছে শীত, গরম কাপড়ের দোকানে ভিড় । দখিনের সংবাদ