|
বাকেরগঞ্জে সাবেক আওয়ামী লীগ নেতার হামলায় কলেজ ছাত্র জখম , হাসপাতালে ভর্তি
বাকেরগঞ্জে সাবেক আওয়ামী লীগ নেতার হামলায় কলেজ ছাত্র জখম , হাসপাতালে ভর্তি
|
|
নিজস্ব প্রতিবেদক ::: জমি দখলের পায়তারা কে কেন্দ্র করে বাকেরগঞ্জ উপজেলার ১ নং চরামদ্দি ইউনিয়নে এক কলেজ ছাত্রকে পাতার চেষ্টায় এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করেছে ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি কবির সিকদার ও তার সহযোগীরা। এ সময় বিবস্ত্র করে নগদ অর্থ ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। আহতের নাম আশিক খান সে মাজ গ্রামের বাসিন্দা মজিবুর রহমানের ছেলে ও রানিরহাট শামসুদ্দিন বেগম ডিগ্রী কলেজের প্রথম বর্ষের ছাত্র। বর্তমানে সে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারী) সকাল সাড়ে ৯ টায় পুরাতন চরামদ্দির হাটে এ ঘটনা ঘটে। আহত আশিক বলেন, আমার পৈত্রিক সম্পত্তি দীর্ঘদিন ধরে জবরদখলের পাঁয়তারা করে আসছে স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি কবির সিকদার,আল-আমিন, নজরুল ইসলাম টুনু, ও আলী খান সহ অজ্ঞাত আরো আরো ৮-১০ জন। এ নিয়ে গত এক সপ্তাহ আগে তারা আমাকে বেধড়ক মারধর করে। এ ঘটনায় আমি স্থানীয় থানায় একটি অভিযোগ দায়ের করি। অভিযোগ করায় ঘটনার দিন শুক্রবার সকালে কবির সহ অন্যান্যরা আমাকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় আমাকে বিবস্ত্র করে নগদ অর্থ ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে আমাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিক শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশংকা জনক বলে জানিয়েছেন ওই ইউনিটের কর্তব্যরত চিকিৎসকরা। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান। |