|
প্রশাসন থেকে হাসিনার দোসরদের সরাতে আইনজীবীদের আলটিমেটাম
প্রশাসন থেকে হাসিনার দোসরদের সরাতে আইনজীবীদের আলটিমেটাম
|
|
অনলাইন ডেস্ক ::: আইনশৃঙ্খলা বাহিনীসহ রাষ্ট্রের সব প্রশাসন থেকে শেখ হাসিনার দোসরদের সরাতে অন্তর্বর্তী সরকারকে এক মাসের আলটিমেটাম দেওয়া হয়েছে। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন এ আলটিমেটাম দেন। রোববার (২ ফেব্রুয়ারি) দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার অ্যাসোসিয়েশন) ভবনের সামনের চত্বরে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ আলটিমেটাম দেন। এ সময় অবিলম্বে কুমিল্লায় আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে যুবদল নেতা মো. তৌহিদুল ইসলামের মৃত্যুর ঘটনায় দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি। জয়নুল আবেদীন আরও বলেন, এক মাসের মধ্যে প্রশাসনের মধ্য থেকে, আইনশৃঙ্খলা বাহিনী থেকে ফ্যাসিস্টের দোসরদের সরাতে হবে। অন্যথায় আইনজীবীরা কালো কোট পরে রাস্তায় নামবে। বিক্ষোভ সমাবেশে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল বলেন, তৌহিদুল ইসলামের মৃত্যুর ঘটনায় অবিলম্বে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের খুঁজে বের করে শাস্তি নিশ্চিত করতে হবে। আমরা ভাবতে পারিনি ফ্যাসিস্ট শেখ হাসিনা চলে যাওয়ার পরও আমাদের ভাই হত্যার বিচারের দাবিতে রাজপথে দাঁড়াতে হবে। প্রশাসনের মধ্যে লুকিয়ে থাকা ফ্যাসিস্ট হাসিনার মদতপুষ্টরা এ হত্যাকাণ্ড ঘটাতে পারেন। তাই অবিলম্বে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে তৌহিদুলের মতো আর রাজনৈতিক কর্মী যেন হত্যার শিকার না হন। বিক্ষোভ সমাবেশে আরও উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী কামরুল ইসলাম সজল, অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান,অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ প্রমুখ। |