বুধবার ১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ভোলায় রাতের আঁধারে ৫ কবরের লাশ-কাফনের কাপড় চুরি
ভোলায় রাতের আঁধারে ৫ কবরের লাশ-কাফনের কাপড় চুরি
প্রকাশ: ৯ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:৩১ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

ভোলায় রাতের আঁধারে ৫ কবরের লাশ-কাফনের কাপড় চুরি
সংবাদটি শেয়ার করুন....

ভোলা প্রতিনিধি ::: ভোলার দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের মধ্য জয়নগর ৭নং ওয়ার্ডের মিরা বাড়ি ও হাজী বাড়ির পারিবারিক কবরস্থান থেকে রাতের আঁধারে পাঁচটি কবর থেকে মৃত ব্যক্তির লাশ ও কাফনের কাপড় চুরির ঘটনা ঘটেছে।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে এ লাশগুলো চুরি হয় বলে ধারণা করছেন স্থানীয়রা।

মৃত ব্যক্তিরা হলেন- আবুল খায়ের মীর, হাজু বেগম, কহিনুর বেগম, সায়মনের আম্মা ও আবদুল মালেক।

স্থানীয় মফিজুল ইসলাম জানান, শনিবার ফজর নামাজের পর আমি কবর জিয়ারত করার সময় দেখতে পাই আমার ভাতিজির কবরে গর্ত দেখা যায়। পরে আমি ভাতিজীর কবরে কিছু মাটি দেওয়ার জন্য স্বজনদের বলি। দশটার দিকে আমার ছেলে আমাকে সংবাদ দেয় ওই কবরস্থানের ২টি কবর থেকে ২টি লাশ ও ৩টি কবর থেকে কাফনের কাপড় চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ লাশ চুরির ঘটনা শুনে এলাকার মানুষ গিয়ে ভিড় করে। এমন ঘটনায় ভীতসন্ত্রস্ত হয়ে পড়ে সাধারণ মানুষ।

এ ব্যাপারে লাশের স্বজন ও স্থানীয়দের দাবি, যারা এ অপকর্ম করেছে তাদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক। যাতে করে ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে।

এ ব্যাপারে দৌলতখান থানার ওসি জানান, আমি এ ঘটনা শোনার সঙ্গে সঙ্গেই সেখানে ফোর্স পাঠিয়েছি। তদন্তপূর্বক চোরচক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

আমাদের ফেসবুক পেজ

সর্বাধিক পঠিত

প্রকাশক ও সম্পাদক : মোঃ ফেরদৌস ভূঁইয়া
মোবাইল : 01727493407
নির্বাহী সম্পাদক : আব্দুল হালিম জমাদ্দার
বার্তা সম্পাদক : মোঃ হাছান মাহামুদ
যুগ্ম সম্পাদক : মো:ইসমাইল খান 01711570608
সহ-যুগ্ম সম্পাদক : মো:খালিদ মাহমুদ 01722899624

ই-মেইল: dokhinersangbad@gmail.com
অফিস :নাসির সুপার মার্কেট পোর্ট রোড কেরামতিয়া মসজিদের বিপরীতে।

Design & Developed by
  সরবরাহ বাড়ায় বরিশালে দাম কমছে সবজির বাজারে। দখিনের সংবাদ   আজ মহান বিজয় দিবস, বিজয় নিশান ওড়ে বাংলার ঘরে ঘরে। দখিনের সংবাদ   উন্নয়নবিরোধীরা অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী। দখিনের সংবাদ   বরিশালে ঝেঁকে বসছে শীত, গরম কাপড়ের দোকানে ভিড় । দখিনের সংবাদ