বুধবার ১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বরিশালে অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ১৫
বরিশালে অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ১৫
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:৩৫ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশালে অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ১৫
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক ::: বরিশাল নগরে অপারেশন ডেভিল হান্টে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপরদিকে জেলা পুলিশ ১৩ জনকে আটক করেছে। তাৎক্ষণিকভাবে গ্রেপ্তারকৃতদের নাম-পরিচয় জানা যায়নি।

সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেলের উপ-পরিদর্শক তানজিল বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে সোমবার দুপুর সাড়ে ১২টায় নগরীর মরকখোলার পুল এলাকায় কাউনিয়া থানা পুলিশ প্রাইভেটকার, মাইক্রোবাস, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায়।

বিষয়টি নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটনের কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল নিশাত জানান, সাম্প্রতিককালে দেশের বিভিন্ন স্থানে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করা হচ্ছে। এ কার্যক্রম সফল করতে জনগণের সহায়তা কামনা করেন তিনি।

অপরদিকে মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, নগরের তিনটি স্থানে অপারেশন ডেভিল হান্টের স্থায়ী চেকপোস্ট বসেছে। তাছাড়া থাকছে ভ্রাম্যমাণ টহল টিম। এদিকে জেলায় নিয়মিত অভিযানের সঙ্গে ডেভিল হান্ট যুক্ত হয়েছে।

জেলা পুলিশ সুপার শরিফ উদ্দীন বলেন, জেলায় পুলিশের তৎপরতা বেড়েছে। যাতে কোনো দুষ্কৃতকারী রেহাই না পায়। সে জন্য তারা সচেষ্ট আছেন। এ ধারবাহিকতায় রোববার (৯ ফেব্রুয়ারি) ১৩ জনকে আটক করা হয়েছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

আমাদের ফেসবুক পেজ

সর্বাধিক পঠিত

প্রকাশক ও সম্পাদক : মোঃ ফেরদৌস ভূঁইয়া
মোবাইল : 01727493407
নির্বাহী সম্পাদক : আব্দুল হালিম জমাদ্দার
বার্তা সম্পাদক : মোঃ হাছান মাহামুদ
যুগ্ম সম্পাদক : মো:ইসমাইল খান 01711570608
সহ-যুগ্ম সম্পাদক : মো:খালিদ মাহমুদ 01722899624

ই-মেইল: dokhinersangbad@gmail.com
অফিস :নাসির সুপার মার্কেট পোর্ট রোড কেরামতিয়া মসজিদের বিপরীতে।

Design & Developed by
  সরবরাহ বাড়ায় বরিশালে দাম কমছে সবজির বাজারে। দখিনের সংবাদ   আজ মহান বিজয় দিবস, বিজয় নিশান ওড়ে বাংলার ঘরে ঘরে। দখিনের সংবাদ   উন্নয়নবিরোধীরা অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী। দখিনের সংবাদ   বরিশালে ঝেঁকে বসছে শীত, গরম কাপড়ের দোকানে ভিড় । দখিনের সংবাদ