বুধবার ১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

পিরোজপুরে মাদক বিরোধী অভিযানে মা-ছেলেসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার
পিরোজপুরে মাদক বিরোধী অভিযানে মা-ছেলেসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:১৩ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

পিরোজপুরে মাদক বিরোধী অভিযানে মা-ছেলেসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার
সংবাদটি শেয়ার করুন....

পিরেজপুর প্রতিনিধি ::: পিরোজপুরে মাদক বিরোধী অভিযান মা-ছেলেসহ ৫ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ ও গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) গভীর রাতে অভিযান চালিয়ে শহরের বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৭ কেজি ২৫০ গ্রাম গাঁজা, ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের ১০ হাজার টাকা উদ্ধার করা হয়।

শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে পিরোজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. মুকিত হাসান খাঁন এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদ সম্মেলনে মুকিত হাসান খাঁন বলেন, গতকাল রাতে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুস সোবহান এর নেতৃত্বে সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রাম থেকে অভিযান পরিচালনা করে ৫ কেজি গাঁজা, ৩০০ পিচ ইয়াবা ও মাদক বিক্রয়ের ১০ হাজার টাকা সহ মাদক কারবারি গুলবানু ও তার ছেলে রাজিব খান এবং মোঃ রবিউল ইসলামকে এবং গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই নুরুল আমিনের নেতৃত্বে আরেকটি অভিযানে পৌর এলাকার মুক্তারকাঠি গ্রামে বসতবাড়ি থেকে ২৫০ গ্রাম গাঁজাসহ আলমগীর মোল্লাকে গ্রেপ্তার করা হয়।

এছাড়াও আজ ভোর সাড়ে ৪ টার দিকে সদর থানার অসআই মুজাম্মেল হোসেনের নেতৃত্বে পৃথক অভিযানে সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের জনৈক আল আমিনের বসত ঘর হতে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি মোসা. নাজমা আক্তার কে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় পিরোজপুর সদর থানায় ৩ টি মামলা দায়ের করা হয়েছে।পিরোজপুর জেলাকে মাদক, সন্ত্রাসও চাঁদাবাজ মুক্ত করতে জেলা পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

আমাদের ফেসবুক পেজ

সর্বাধিক পঠিত

প্রকাশক ও সম্পাদক : মোঃ ফেরদৌস ভূঁইয়া
মোবাইল : 01727493407
নির্বাহী সম্পাদক : আব্দুল হালিম জমাদ্দার
বার্তা সম্পাদক : মোঃ হাছান মাহামুদ
যুগ্ম সম্পাদক : মো:ইসমাইল খান 01711570608
সহ-যুগ্ম সম্পাদক : মো:খালিদ মাহমুদ 01722899624

ই-মেইল: dokhinersangbad@gmail.com
অফিস :নাসির সুপার মার্কেট পোর্ট রোড কেরামতিয়া মসজিদের বিপরীতে।

Design & Developed by
  সরবরাহ বাড়ায় বরিশালে দাম কমছে সবজির বাজারে। দখিনের সংবাদ   আজ মহান বিজয় দিবস, বিজয় নিশান ওড়ে বাংলার ঘরে ঘরে। দখিনের সংবাদ   উন্নয়নবিরোধীরা অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী। দখিনের সংবাদ   বরিশালে ঝেঁকে বসছে শীত, গরম কাপড়ের দোকানে ভিড় । দখিনের সংবাদ